108 নং ফাতাওয়ায় আমরা লিখেছি যে,
দ্বিতীয় তলা খালি রেখে তৃতীয় তলায় নামায পড়া যাবে কি না?
108
আমাদের মসজিদে নিচ তলায় জামাত হয়। নিচ তলা পুরে গেলে কিছু মুসল্লি দোতলার ছাদে গিয়ে জামাতে শরীক হয়। দোতলায় গরমের কারণে কেউ দাঁড়ায় না। এমন অবস্থায় ছাদে দাঁড়ানো মুকতাদীদের নামাজ সহীহ হবে?
জবাবঃ-
যদি স্পিকারের আওয়াজ তাদের নিকট পৌছে,তাকবীর সমূহ অনায়াসে তারা শুনতে পায়,তাহলে তাদের নামায বিশুদ্ধ হবে।
তবে তাদের জন্য অবশ্যই উত্তম নিচে নেমে এসে নামায পড়া।
وَلَوْ قَامَ عَلَى سَطْحِ الْمَسْجِدِ وَاقْتَدَى بِإِمَامٍ فِي الْمَسْجِدِ إنْ كَانَ لِلسَّطْحِ بَابٌ فِي الْمَسْجِدِ وَلَا يَشْتَبِهُ عَلَيْهِ حَالُ الْإِمَامِ يَصِحُّ الِاقْتِدَاءُ وَإِنْ اشْتَبَهَ عَلَيْهِ حَالُ الْإِمَامِ لَا يَصِحُّ. كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ وَإِنْ لَمْ يَكُنْ لَهُ بَابٌ فِي الْمَسْجِدِ لَكِنْ لَا يَشْتَبِهُ عَلَيْهِ حَالُ الْإِمَامِ صَحَّ الِاقْتِدَاءُ أَيْضًا وَكَذَا لَوْ قَامَ فِي الْمِئْذَنَةِ مُقْتَدِيًا بِإِمَامِ الْمَسْجِدِ. كَذَا فِي الْخُلَاصَةِ.
(الفتاوى الهندية، كتاب الصلاة، الفصل الرابع فى بيان ما يمنع الإقتداء الخ-1/88
তথ্যসূত্র
১-ফাতওয়া আলামগীরী-১/৮৮
২-ফাতওয়া তাতারখানিয়া-১/৬১৬
৩-আল মুহিতুল বুরহানী-২/১৯৫
৪-ফাতওয়ায়ে মাহমুদিয়া-৯/৫০৪-৫০৫
والله اعلم بالصواب
সু্প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই;?/বোন!
প্রশ্নের বিবরণ অনুযায়ী নামায হবে।
নামায হবে।তবে অযথা এভাবে করা মাকরুহ।
নামাযের কাতারে একা দাড়ানো যায়,যদি কাউকে সামনের কাতার থেকে নিয়ে আসতে ফিতনার অাশংকা হয়।