আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
101 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (7 points)
স্বামী কি তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও করতে পারবে এটা কি হারাম বা গুনাহ?
আর করলেও কি তা দেখতে পারবে???

স্বামী তার স্ত্রীর সাথে থাকে না দূরে থাকে এই জন্য যখন দূরে থাকবে তখন দেখবে....এগুলো জায়েজ???

1 Answer

0 votes
by (58,680 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি/ভিডিও করা সম্পর্কে আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি ‘ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা’-কে জিজ্ঞেস করা হলে তারা উত্তরে লিখেন

تصوير ما يحصل من الزوجين عند المعاشرة الزوجية محرم شديد التحريم؛ لعموم أدلة تحريم التصوير، ولما يفضي إليه تصوير المعاشرة الزوجية خصوصا من المفاسد والشرور التي لا تخفى، مما لا يقره شرع ولا عقل ولا خلق، فالواجب الابتعاد عن ذلك، والحرص على صيانة العرض والعورات، فإن ذلك من الإيمان واستقامة الفطرة، ومما يحبه الله سبحانه

স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি/ভিডিও গ্রহণ শক্ত হারাম। কেননা, ছবি/ভিডিও হারাম হওয়ার দলিলগুলো আম বা ব্যাপক। তাছাড়া বলা বাহুল্য যে, বিশেষত স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি/ভিডিও গ্রহণে রয়েছে বহু মন্দ ও অনিষ্টতা। যার অনুমতি শরিয়ত, যুক্তি কিংবা চরিত্র দেয় না। সুতরাং এ থেকে দূরে থাকা আবশ্যক। ইজ্জত ও গোপন বিষয়গুলোর হেফাজতের প্রতি যত্নবান হওয়া অপরিহার্য। কেননা, এটা ঈমান ও সুস্থ রুচিবোধের দাবি। আর এটা আল্লাহ তাআলাও পসন্দ করেন। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা ২২৬৫৯)

আর স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলে পরস্পরের দেহ প্রদর্শন সম্পর্কে কথা হল, যদি একে অপরকে এমনভাবে উত্তেজিত করে যে, হস্তমৈথুন ব্যতীতই তৃপ্ত হয়ে যায় তাহলে বিশেষত ব্যভিচার ও গোপন গুনাহর উদগ্র বাসনা সৃষ্টি হওয়াকে রোধ করার উদ্দেশ্যে ভিডিও অথবা অডিও কলে নিজের স্ত্রীর সাথে কথা বলে অথবা তাকে দেখে যৌনতৃপ্তি লাভ করা জায়েয।

তবে শর্ত হল অন্য কেউ যেন স্বামী-স্ত্রীর আলাপচারিতা শুনতে না পায় অথবা স্ত্রীর শরীরের কোনো অংশ দেখতে না পায় সে ব্যাপারে পুরোপুরি সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন,

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

(সফল মু’মিন তারা) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। (সূরা মু’মিনূন ৫-৭) (সংগৃহিত)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

স্ত্রীর সর্বাঙ্গ সরাসরি দেখা জায়েজ আছে। যদিও গোপনাঙ্গের দিকে সরাসরি তাকানো উচিত নয়। এতে স্মৃতিশক্তি কমে যায়। অপ্রয়োজনে ছবি তুলা যেহেতু জায়েযে নেই। আর উলঙ্গ ছবি সেতো আরো মারাত্মক গোনাহের কাজ। তাই এহেন দৃষ্টিকটূ ও অপছন্দনীয় কাজগুলো পরিত্যাগ করতে হবে। তাছাড়া আমরা জানি যে, মোবাইলে সংরক্ষিত ছবি বা ভিডিও অনেক সময় থার্ড পার্টির নিকট চলে যায়। বিধায় এজাতীয় কাজ থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...