মুফতি সাহেব দয়া করে সংক্ষেপে যদি জানিয়ে দিতেন উপকার হতো। বেয়াদবি মাফ করবেন...
১. আমাকে এক হিন্দু বন্ধু বললো তর জন্য বাড়ি থেকে হাস নিয়ে আসবো, তখন আমার মনে হলো, সে কেটে আনলে তো বলি দিয়ে নিয়ে আসবে(কিন্তু সে কিভাবে আনবে আদৌ জীবিত না কেটে আনবে), তাই তাকে না করি, তখন সে বলে দেখি ভালো হাস পাই নি,ভালো পাইলে আনিলাইমুনে। তখন না পেরে তাকে বলি, " দেখিছ চেষ্টা কইরা"। এতে কি তার বলির প্রতি সমর্থন দেওয়া বুঝায়? এতে কি ইমানে সমস্যা হবে?
২. "আল্লাহ আমাদের অধিক সন্তান নিতে উতসাহ দেন" এভাবে কি বলা যায়?এভাবে কেও বললে সমস্যা হবে না তো?(আমরা নবী(সাঃ) এর হাদীস পাই উতসাহ দেওয়া সংক্রান্ত)
৩. কেও যদি নিজেকে কোনো বিধর্মীর নামে পরিচয় দেয় মজা করে বা এমনিই কোনো দরকারে। যে, সে মেসি, বা সে রবীন্দ্রনাথ ঠাকুর, সে অমুক দাস।৷ এতে কি কুফর হবে??
৪. কেও যদি মনে মনে বলে ফেলে যে এই কাজ করলে তার বউ তালা*। তবে কি তালা* হয়ে যাবে? না কি উচ্চারণ না করলে কোনো ভাবেই তালা* হয় না?( কেনায়া,বায়েনা, শর্তযুক্ত)
৫. কোনো বক্তা মানুষকে উদ্দেশ্য করে যদি বলে, " আমরা তো আজকাল নামাজকে কিছুই মনে করি না, বলি নামাজ এ আর এমন কি,মিস হইলে যাক "
এতে কি উনার গুনাহ হবে? না কি বক্তব্য দেওয়ার সময় সাধারণ মানুষের মতকে নিজের বলে বলা যায়,(যা আদতে নিজে বিশ্বাস করি না) যেমন আমরা তো মনে করি.....
৬. "দোয়া করতে আর ভালো লাগে না " বললে কি কুফর হবে?
৭. স্ত্রী স্বামী আলাদা থাকে, স্বামী আর্থিক সমস্যার কারণে কাছে নিতে পারছে না। তাই স্ত্রী যদি বলে, এই বছর ই শেষ, আমার আর অপেক্ষা করা সম্ভব না,পরে আর বিয়া ওইতো না আমার" এইসব বললে কি বিবাহে সমস্যা হবে? বা এই বছরেও কোনো কিছু না করতে পারলে বিবাহে সমস্যা হবে?
৮. স্ত্রী যদি স্বামীকে একটি ভিডিও দেয় যাতে লেখা " বই তালাকের সময়ের স্বামী স্ত্রীর করুণ দৃশ্য" এই ভিডিও দিয়ে বলে দেখো ই ছেলে কিভাবে কান্না করে।
এই ক্যাপশনের ভিডিও দেওয়ায় কোনো সমস্যা হবে?
৯. আমার এক বন্ধুর মামাতো ভাই এর বিয়ে তাই সে আমাকে দাওয়াত দিয়েছে, তারপর বলি তোমরাই তো দাওয়াতি, তার পর বললো, তার মা বলেছেন তার বন্ধু দের দাওয়াত দিতে কারণ, বিয়ের খাওয়ার খরচ দুই পক্ষ ৫০-৫০ দিবেন আর এইদিকে বরের দাওয়াতি কম। তাই সে আমাকে আর আমার দুই বন্ধুকে নিয়ে যেতে বলেছে বিয়েতে। এই বিয়েতে যাওয়া কি বৈধ হবে?
১০. বউকে মজা করে বা সিরিয়াসলিই অন্য মানুষের কাছে বন্ধু বলে পরিচয় করালে কি বিবাহে সমস্যা হবে?