আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শায়েখ,গ্ৰামে সরকার পানীয় জল সরবরাহের ব্যবস্থা করছে।তার জন্য জমি লাগছে পানীর মেশিন বসানোর জন্য।যাদের জমি পছন্দ হবে তাদের চাকরি হবে।ঐ গ্ৰামে তিনজন মিলে একটা জমি কেনে , এদের মধ্যে একজনের অফিসারের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় ঘুষ দিয়ে প্রকল্প টা নীজেদের জমিতে করে নেয়। কিন্তু এই তিনজনের একজন জানিয়ে দেয় সে ঘুষের টাকা দেবেনা, চাকরি না হলেও ঘুষ দিয়ে চাকরী করবে না,সে শুধু জমির টাকা দেয়। তখন অন্য দুজনে ঘুষের টাকা দেয় এবং তিনজনের চাকরী হয়ে যায়।
১) এখন যে ঘুষের টাকা দিলনা কিন্তু জমির টাকা দিল, এখানে তার চাকরি কী হারাম হবে? ঘুষের কোনো গুনাহ্ কী তার ওপর পড়বে? যেহেতু তিনজন মিলে জমিটা কিনেছিল।