আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ উস্তায!
১। শায়েখ আহমুদুল্লাহ সাহেব একটি ফতুয়া দিছে কসরের ব্যাপারে, যা আহলে হাদীসের অনেক আলেম দিলো! কিন্তু আমি হানাফী ফিকহ ফলো করি!
ফতুয়াটা হলোঃ- আপনি আগে কোথাও থেকেছেন, এমন কোথাও যদি আপনি ঘুরতেও যান তাহলে আপনি সেখানে নামাজ পূর্ণ পড়তে হবে!
২। আমি আমার নানা বাড়ি আসলে ঘুরতে আসতাম, আর তাই কসর আদায় করতাম কারন আমার পড়ালেখা সব চট্টগ্রামে!আমি সেখানে স্থায়ী। আমি আগামী ৭\৮ বছরেও আসতে পারব না!
এখন ইদানীং কালে হটাৎ করে আমার মামা আমার আম্মুর নামে নানা বাড়ির শুধু বিল্ডিং এর অর্ধেক দিয়ে দেয়, এখন সেটা কি তাহলে আমার ' ওয়াতানে আসলী'??? তাহলে কি আমার জন্য পুরা নামাজ পড়তে হবে!??
একটু পুরোটা আমাকে বুঝিয়ে দিয়েন , আমি অনেক ফতুয়া পড়েছি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হতে পারিনি! আমার বিষয়টাতে!