আসসালামু আলাইকুম। এক দ্বীনি ডাক্তার ভাই ডাক্তারি প্র্যাক্টিস করেন। যদিও তিনি শুধু এমবিবিএস পাস করা ডক্টর, কিন্তু তার পরিচয়ে তিনি নিজের নামের সাথে 'মেডিসিন স্পেশ্যালিস্ট' লিখে থাকেন, যেটা তিনি না। স্পেশ্যালিস্ট হতে হলে তাকে আরও ৬/৭ বছর পড়াশোনা ও ডিউটি করে পরীক্ষায় পাস করতে হবে। মানুষের সেবা করার জন্য এমন মিথ্যা বলা বা প্রতারণা করা কি জায়েয হবে?