ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)তাব্বাতিআদা আবি লাহাবিওয়াতাব। এটা পড়ার সময় কেউ যদি নিজের ওপর ইচ্ছা করে সজ্ঞানে তালাক নেয়, এভাবেই আমার নিজের ওপর তালাক, যদি মুখ দ্বারা এতটুকু উচ্ছস্বরে "নিজের উপর তালাক" উচ্ছারণ করে যে,নিজের কান দ্বারা শ্রবণ করতে পারে,তাহলে তালাক হয়ে যাবে।
(২)"মা আগনা আনহুমালুহু ওয়ামা কাসাব" এটা বলার সময়ও কেউ যদি নিজের ওপর ইচ্ছা করে সজ্ঞানে তালাক নেয়, এভাবেই আমার নিজের ওপর তালাক, যদি মুখ দ্বারা এতটুকু উচ্ছস্বরে উচ্ছারণ করে যে,নিজের কান দ্বারা শ্রবণ করতে পারে,তাহলে তালাক হয়ে যাবে।
(৩) যদি কে বলে একটা শোনো, একটা কাজ করো,২ টা ডিম আনো, উনাকে একটু কল করো। এসব বলার সময় কেউ যদি ইচ্ছা করে মনে এনে নিজের ওপর তালাক। তাহলে তালাক হবে না।
(৪) সূরা লাহাবের প্রথম লাইন বলার সময় মনে এনে নিজের ওপর তালাক দিলে তালাক হবে না।