আসসালমুআলাইকুম শায়েখ,
আমি খুব চিন্তায় রয়েছি তালাক সংক্রান্ত একটা বিষয় নিয়ে দয়া করে আমাকে সাহায্য করুন।
আজ থেকে অনেক দিন আগে আমার স্ত্রী র সঙ্গে ঝামেলা হয় , জানিনা ১ তালাক বলেছিলাম। সেটা ঠিক করে নিয়েছিলাম মেলামেশা করে।। যাইহোক বিষয় টা ঠিক হয়ে গিয়েছে।
কিন্তূ মাঝে মধ্যে মনেহয় , মনে মনে বলি যা হওয়ায় হয়েছিল বা হয়নি সব ঠিক হয়ে গিয়েছে।
বা এইরকম বলি স্ত্রী কে আমাদের যা হওয়ার হয়েছিল কিন্তু সেটা তো ঠিক হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই।
***কথোপ কথন এর জন্য এবং মনে মনে ও,
একবার মুখে বলেছিলাম স্ত্রী কে একবার তালাক বলেছিলাম বা দিয়েছিলাম। মানে আগে যে একবার বলেছিলাম সেইটাকে বুঝিয়েছিলাম । সেটা তো ঠিক করে নিয়েছি অনেকদিন আগে , সেই আগের বিষয় তাকে মনে করে কিছু বার শুধু মুখে বা মনে মনে বলেছি তালাক দিয়েছিলাম বা বলেছিলাম এর জন্য কি নতুন করে আবার তালাক হবে??
আর একটি প্রশ্ন:-- আমার মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তা চলে আসছে । ভাবছিনা তাও মাঝে মধ্যে কি সব চিন্তা হচ্ছে এটা করলে শর্ত তালাক হবে বা ওটা করলে কিছু হবে ?
স্ত্রী কে না জানিয়ে শর্ত তালাক দিলে কি হবে হয়ত মুখে উচ্চারণ হয়নি না হালকা হয়েছে বা মনে মনে হয়েছে এই ভাবে শর্ত তালাক দিলে কার্যকর হবে? স্ত্রী জানে না যে আমি মনে মনে এইসব ভাবছি বা বলেছি ( উচ্চরণ করিনি যদিও করি খুব আলতো ভাবে) এই সব কিছুই জানে না সে, শুধু আমি নিজেই ভাবছি। । আর আমিও মন থেকে বলতে চাচ্ছি না বা ভাবছিনা। কোনো ভাবে হয়ে যাচ্ছে । মনে মনে বলল বা হালকা উচ্চারণযা নিজের কানে সোনা যায়না। । মন থেকে চাই না
এইরকম হলে কি শর্ত তালাক হবে ?
হুজুর খুবই চিন্তা ও ভয় এ আছি সাহায্য করবেন।