আসসালামু-আলাইকুম,
আমার আব্বু ২০১০ সালে আগুনে পুরে যায়, তারপর থেকেই আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ,আমাদের ১ টি বাড়ী আছে তাও ভাংগাচুরা,ভাড়া দেওয়া যায়না আমরাই কষ্ট করে থাকি,
পরিবারে সদস্য আমরা ৫ জন,
আম্নু,আমার অসুস্থ বাবা,আমার ছোট বোন,আমার স্ত্রি আর আমি,
আমি পরিবারের বড় ছেলে আমার বাবা অসুস্থ হওয়াতে পরিবারের সকল দায়িত্ব আমার উপরেই,
আমি যেঈ টাকা ইনকাম করি তা দিয়ে আমাদের কিছুই হয়না,
মাস শেষে খাই বা না খাই,
(কারেন্টের বিল,গ্যাস বিল,বিৎদ্যুত বিল,)
৫ জন মানুষের খাবার থেকে নিয়ে যাবতীয় খরচ,পড়ালেখার খরচ সব,
এগুলো দিতেই হয়,
আমরা খুবই কষ্টে আছি, এমতাবস্থায় এলাকা বাসী সবাই মিলে বলছে যে আমাদের কে ১/২ টি কেরাম দিয়ে দোকান দিয়ে দিবে,
এখন আমার প্রশ্ন, এই কেরাম বোর্ডে কোন প্রকার (জুয়া/বাজী)যদি না হয়, গেম হলে প্রতিটি গেম এর জন্য ২০ টাকা করে রাখা হয়,তাহলে,
আমাদের পারিবারিক অবস্থা বিবেচনা করে এলাকাবাসী যেই সিধান্ত নিয়েছেন সেই অনুয়ায়ী,
এই কেরামের ব্যবসা করা কি জায়েজ হবে,,?এক্টু দয়া করে জানাবেন শায়েখ, আমরা খুবই বিপদে আছি,
আমি এই ব্যবসা করার আগে হালাল হারাম জেনেই করতে চাই, গুনাহগার হতে চাই না,তাই এখানে প্রশ্নটি করা।