১, আমি অন্যের WI-FI তাকে না বলে কিছু দিন ব্যবহার করেছি ১০-১৫ জিবি নেট আমি ব্যাবহার করেছি, তারা বিষয় টি জানতে পেরে wifi টির password বদলে ফেলেছে, কিন্তু এটা জানতে পারে নি কে ব্যাবহার করেছে,,,
তাই আমার এখন খুব ভয় লাগছে যে আমার এর জন্য গোনাহ হবে কি না আমি এখন কি করতে পারি? তাদের সামনে বলতে, মাফ চায়তে, অনেক অনেজ লজ্জা লাগছে, পরে আরো মানুষে আমাকে আরো খারাপ ভাববে তারা খারাপ ভাবে এই ভয়ে,
আমি কি এই ১০-১৫ জিবি Internet এর বদলে তাদের নামে ১০০ টাকা দান করে দিলে গুনাহ মুক্ত হতে পারবো?
২.টাকা কোথায় দান করা উত্তম?
এবং অন্যের নামে কিভাবে দান করবো?
৩. পুরোনো কোরআন শরীফ কি করবো?