আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্। পরিচতি একজন ইচ্ছার বিরুদ্ধে ব্যাংকে জব করতে বাধ্য হচ্ছে, সে নিজে চায় হারাম চাকরি করবে না। কিন্তু অনেক জোর জবরদস্তি করে তার আশেপাশের মানুষরা তবু সে করতে চায় না। এদিকে তার বাবা মা অসুস্থ, পরিবারের ইনকাম করার একমাত্র সে, তারই ইনকাম করতে হবে। সে নিম্ন আয়ের হালাল কাজ করতেও রাজি তবুও হারাম কাজ করতে চায়না। কিন্তু পরিবার আত্মীয়স্বজনের কারণে বাধ্য হয়ে তাকে ব্যাংকে জয়েন করতে হয়েছে।
এমতাবস্থায় তার ব্যাংকে জব করাটা কি হারাম?