আসসালামু আলাইকুম
আমার বাবা আমাদের পরিবারের সমস্ত ভরণপোষণ চালিয়ে আসতেছে বিগত ৩২ বছর ধরে। আমার দাদু একজন অশিক্ষিত লোক ছিল আর জমি বিক্রি করে সংসার চালাতো, আমার আব্বু তার ছোট বোনদের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে চাকরি না করে পরিবারের হাল ধরে।আমার একটা কাকা থাকলেও সংসারে উনি কখনো টাকা পয়সা দিতো না। দাদা দাদী অসুস্থ ছিল যখন তখন আমার বাবা-মা কষ্ট করে তাদের ঔষধ কিনে দিতো সংসারও চালাতো। কাকা কিছু দেয় না সংসারে এইজন্য আর আব্বু এতো কিছু করে এইজন্য আমার দাদু তার সম্পত্তি আব্বুক সব লিখে দিতে চায় কিন্তু আমার আব্বু তবুও নেয়নি সেটা কিন্তু একটা সময় আমার ফুপি যারা আছে, তারা এবং আমার দাদু -দাদী তারা আব্বু কে জমি লিখে দেয় কিছু অংশ।জমি লিখে দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত খরচ আমার ফুপি দেয়। এইটা নিয়ে কাকা ঝামেলা করে পরে আমার কাকাকেও জমি দেয় সম পরিমাণ। কিন্তু আব্বুর অংশের জমি কাকার অংশের তুলনায় ভালো এবং বাজারদর বেশি। এক্ষেত্রে জমি যে আব্বুকে দেওয়া হয়েছে এরজন্য কি আব্বুর কোন দোষ আছে..??আমার আব্বুর অংশ কি হালাল..?? আর আমার কাকা যেখানে যেখানে আমাদের জমি ছিল তার ভালো অংশ গুলো নিজে নিয়ে গাছ লাগিয়ে ফেলে। আমরা এতে কিছু মনে করিনি, মেনে নিয়েছি।