#I reposted the post for another question related to this topic
আসসালামুআলাইকুম উস্তাদ।
প্রশ্ন টা আমার বান্ধুবির পক্ষ থেকে।
১২তারিখ তাদের আকদ হয় ফ্যামিলি না জানিয়ে। কুফু মিলে-ফ্যামিলি সম্পর্ক আছে সেটাও জানে এবং মেনেও নিয়েছে। কিন্তু বিয়ে হয়েছে জানেনা।
এখন বিয়ে কি আল্লাহ কবুল করেছেন কিনা সেই বিষয়ে ই জানতে চাচ্ছে। কারন কিছু কমপ্লিকেটেড বিষয় আছে।
রেসটুরেন্ট এ আকদ হয়৷ আকদ পড়ানোর টাইম পাশাপাশি দুটো টেবিল এ, অর্থাত একটি টেবিল এর পাশেই আরেকটি টেবিল ছিলো। দু টেবিল এর মাঝে হাল্কা করে চিকন দেয়াল ছিলো৷
মেয়ের পাশে বসা ছিলাম আমি(আমি কনের বান্ধুবি), আমাদের সামনে বসা ছিলো হুজুর।
আরেক টেবিলে বসা ছিলো বর এবং দুজন পুরুষ সাক্ষি৷
হুজুর ছেলের থেকে বিয়েতে রাজি কিনা পারমিশন নিয়ে, কনে কে মোহরানা সহ কিছু সেন্টেন্স বলে কবুল পড়ায়। আর কনের কবুল আমি শুনেছি। কনের বর ও শুনেছে। কিন্তু বর এর সামনে দেয়াল এর ওই পাশে দুজন সাক্ষি বসাতে তারা মেয়ের কবুল শুনেছে কিনা আমি জানিনা। এরপর হুজুর পাশের টেবিল এ যায়। গিয়ে কনের প্রস্তাব সম্পর্কে কিছু সেন্টেন্স বলে, ছেলেকে কবুল পড়ায়। বরের কবুল বলা কনে শুনেছে, কিন্তু আমি কনের পাশে বসেও খেয়াল করিনি। অন্য দিকে তাকানো ছিলাম হয়তো।
কিন্তু ছেলের কবুল বলা তার সামনে বসা দুজন পুরুষ সাক্ষি শুনেছে কিনা সেই ব্যাপারে আমার এবং কনের সন্দেহ হয়৷ কারন আমরা খেয়াল করে দেখি তারা মোবাইলের দিকে তাকানো ছিলো।
এটা সন্দেহ হওয়ার পর হুজুরকে বলি পুরুষ সাক্ষি ২জন কবুল শুনেছে কিনা জিগেস করেন।
হুজুর ছেলেকে কবুল পড়ানোর এক- মিনিট এর মাথায় ই জিগেস করে ওই সাক্ষিদের তারা ছেলের কবুল শুনেছে কিনা।
ছেলে সাক্ষি দুজন বলেছে তারা শুনেছে,, তারা শুনেছে সেটা শিকারোক্ত দিয়েছে মুখে।
আসলে আমাদের সন্দেহ গুলো আসার কারন হচ্ছে হুজুর খুব আস্তে সাউন্ড এ বিয়ে পড়িয়েছেন।
এখন আমার প্রশ্ন হলো- ছেলে সাক্ষি দুজন বরের সামনে ছিলো অন্য টেবিল এ।
আর আমাদের টেবিল এ আমি ই ছিলাম কনের সাথে। তাই এভাবে হুজুর এর আকদ পড়ানো, সাথে আমাদের যেই সন্দেহ টা হচ্ছে মেয়ের কবুল ছেলে গুলো শুনেনি(হয়তো) এবং ছেলেও কবুল বলেছে সেটা শুনেছে কিনা আমরা জানিনা কিন্তু সেই সাক্ষি ছেলে গুলো মুখে শিকারোক্ত দিলো তারা শুনেছে।
তাহলে কি বিয়ে হয়েছে???
আর হ্যা, কবুল পড়ানোর আগে, একটা সাদা কাগযে ছেলে মেয়ের নাম বাবা মায়ের নাম, ঠিকানা সাথে আমাদের ৩জন সাক্ষির (দুজন পুরুষ এবং আমি(মেয়ের বান্ধুবি)) আমাদের ৩জন এর নাম বাবা মায়ের নাম সেই কাগযে লিখিত নিয়েছে আমাদের হাতের লেখায় ই। তারপর বিয়ে পড়িয়েছে।
বিয়ে কি বৈধ হয়েছে উস্তাদ? যেহেতু আমার আর মেয়ের মনে সন্দেহ কাজ করছে।
[উস্তাদ আমার উপরোক্ত কথার ভিত্তিরে আমাকে রিপ্লাই দেওয়া হয়েছে, রিপ্লাই এ বলা হয়েছে বিয়ে বৈধ হয়েছে ছেলে সাক্ষিদ্বয় শিকার করাতে যে তারা কবুল শুনেছে, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম সাথে আরেকটি বিষয় ও]
কনে উপযুক্ত বয়স-২৩বছর। জানতে চাচ্ছিলাম,, কনের কবুল বলা যদি ওই দুজন পুরুষ সাক্ষি নাও শুনে তাহলেও কি বিবাহ হয়েছে? কারন পুরুষ সাক্ষি গুলা শিকারোক্ত দিয়েছে তারা ছেলের কবুল শুনেছে। মেয়ের টা শুনেছে কিনা হুজুর জিগেস করেনি ওদের, এবং আমরাও জানিনা তারা শুনেছে কিনা। সেই ক্ষেত্রে কি এই বিবাহ হয়েছে? (মেয়ের কবুল বলা আমি(আমি মেয়ের বান্ধুবি-), হুজুর এবং তার বর শুনেছে অর্থাত, তার বর,, হুজুর আর আমি সহ আমরা ৩জন। কিন্তু ছেলে সাক্ষি গুলা শুনেছে কিনা সেটা হুজুর আর আস্ক করেনি। এখন যদি নাও শুনে থাকে এই বিবাহ কি বৈধ হবে। প্লিজ জানান উস্তাদ