আসসালামু আলাইকুম, আমি একজন মেয়ে, আমি সদ্য মাস্টার্স পাশ করেছি, আমার বাবা অনেক টাকা খরচ করে আমাকে পড়াশোনা করিয়েছে। এর জন্য কিছু জমি ও তাকে বিক্রি করতে হয়েছে । এখনো অল্প কিছু জমি আছে যেগুলো তে ফসল হয়। আর এখনো প্রায় চার লক্ষ টাকা ঋণ রয়ে গেছে।
এমতো অবস্থায় আমার বাবা আমাকে চাকরির জন্য প্রেশার দেয়।
কিন্তু দ্বীনি বুঝ আসার পর আমার আর চাকরির জন্য পড়াশোনা করতে ভালো লাগেনা।
আমি আলহামদুলিল্লাহ IOM এ আলিমা কোর্সে ভর্তি আছি, আর নিজে নিজে বাসায় কোরআন হিফয করি।
মাঝেমাঝে বাবার কথার জন্য মনে হয় চাকরির জন্য পড়াশোনা করবো
কিন্তু আলিমাহ কোর্স, কোরআন হিফয এসব একসাথে ব্যালেন্স করতে পারি না। আর আমার পক্ষে আলিমা কোর্স এবং কোরআন হিফয করা বন্ধ করাও সম্ভব নয়। তাই আমি চাকরির জন্য পড়াশোনা বাদ দিয়ে। এসব নিয়েই আছি। আলহামদুলিল্লাহ
আর আমার বাবা আমার বিয়ের জন্য ও ভাবে না কারণ এর আগে আমার বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, তারা শুধু আমাকে টাকার জন্য এবং বিভিন্ন জিনিসপত্রের জন্য প্রেশার দিত। তা-ই আমার বাবা বলে আমি চাকরি পাওয়ার পর বিয়ে করলে আমাকে আর ঐ সমস্যার মধ্যে পড়তে হবে না।
আর আমার দুনিয়াবি চাকরির জন্য পড়াশোনা করার একদমই ইচ্ছে নাই। আর এজন্য আমি অনেক টেনশনের মধ্যে আছি।
এঅবস্থায় আমার কি করা উচিত আর আমার বাবার কি করা উচিত?