আসসালামু আলাইকুম শায়েখ।
আমি গত ৬/৭ মাস যাবত তালাকের ওয়াসওয়াসাগ্রস্ত। তালাকের ওয়াসওয়াসা থেকে আমি মুক্ত হতে পারছি না। সবসময় এই নিয়ে মনে সন্দেহ হয়। খাওয়ার সময় মনে হয় তালাক উচ্চারণ হয়ে যাচ্ছে। যদিও আমি কানে শুনছি না।
তালাক শব্দ মনে আসলেও আমার কাছে মনে হয় উচ্চারন করছি। আমার ওসিডি বা এক প্রকার মানসিক রোগ আছে। যার দরুন সব বিষয়ে ওয়াসওয়াসা এসে থাকতে পারে। আল্লাহ ভাল জানেন। প্রতিদিন কোন না কোন কারনে তালাকের ওয়াসওয়াসা আসতেই আছে। আমার ওয়াইফ তার বাবার বাসায় আছে। আমার ওয়াইফ বাসায় না থাকলে এই সমস্যা আমি বেশি ফেস করি।
(১) আমার যতদুর মনে পড়ে বেশ কয়েকমাস আগে আমার ওয়াইফ তার বাবার বাসায় ছিল। কারন আমাদের বাসায় কাজ চলছিল। সেই সময় তার সাথে ফোনে কথা বলার এক পর্যায় আমি তাকে বলি -
মনে করো বাসার কাজের ব্যাপারে কোনটা কিভাবে করলে ভাল হবে সে বিষয়ে আমি আমার মা বাবা একটা বলবো আর তুমি বলবা আরেকটা।
তখন আমার ওয়াইফ বলে - হ্যা, আমারতো প্রয়োজন নেই।
তখন আমি রেগে গিয়ে বলি - হ্যা, তোমার প্রয়োজন নেই।
আমার যতদুর মনে পড়ে তালাকের নিয়তে আমি বলিনি। কিন্তু এই কথা আমার বারবার মনে আসে। এবং কি নিয়তে বলেছিলাম তা নিয়ে সন্দেহ হয়। আর আমি ভাবতে থাকি। কয়েকমাস হয়ে গেছে তারপরেও এই চিন্তা আমার মাথায় আসে।
এতে কি তালাক পতিত হবে?
এবং এথেকে মুক্ত হবো কিভাবে??
(২) ফেসবুকে একটা স্ট্যাটাস এ লেখা ছিল - গরিব মেয়ের সাথে সংসার করা যায় কিন্তু একটা মিথ্যাবাদি মেয়ের সাথে সংসার করা যায় না। যদিও আমি উচ্চারন করে পড়িনি।
এট পড়ার পর মনে হচ্ছে এই কথা যেন আমি আমার ওয়াইফকে বলছি। এমন সন্দেহ মনে আসছে।
এতে কি তালাক পতিত হবে শায়েখ?