ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَالنَّازِعَاتِ غَرْقًا
শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে।(সূরা আন-নাযি'আত-১)
অনলাইন ভিত্তিক গ্রহণযোগ্য আরবী অভিধান 'আল-মা'আনী' তে নাযি'আতের ব্যখ্যায় বলা হয়।
نازِعات: (اسم)
جمع نازِعة
النَّازعات: اسم سورة من سور القرآن الكريم، وهي السُّورة رقم 79 في ترتيب المصحف، مكِّيَّة، عدد آياتها ستٌّ وأربعون آية
القسيُّ، أو الملائكة التي تنزع الأرواحَ عن الأشباح
نازَعَ: (فعل)
نازعَ ينازع ، نِزاعًا ومنازعةً ، فهو مُنازِع ، والمفعول مُنازَع - للمتعدِّي
نازَع :المريضُ احتضر، أشرف على الموت
نَازَعَ المريض: تضجّر عند إشرافه على الموت
মোটকথা, নাযি'আত ঐ ফিরিশতাকে বলা হয়, যারা গোনাহগার বান্দার রুহকে অত্যান্ত জোড়ালোভাবে কবজ করেন।যদ্দরুণ গোনাহগার বান্দার কষ্ট হয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুতরাং নাযি'আত নাম রাখা সমিচিন হবে না। হ্যা, উমায়রা বা আমাতুল্লাহ উমায়রা রাখতে পারেন। উমায়রা অর্থ আবাদকৃত ভূমি।