আসসালামু আলাইকুম।
১. প্রবৃত্তির অনুসরণ করা কি শিরক। প্রবৃত্তির অনুসরণ করা কখন শিরকে পরিনত হয়?
২.আমি অলসতার কারনে মাঝেমাঝে জামাতে নামাজ পরতে যাই না। আমি একটি ভিডিওতে দেখেছি যে আমরা ফজরের সময় বা অন্য যে কোন সময় আজান শুনি কিন্তু অলসতার কারনে মন বলে যে আরো এক্টু ঘুমাই। এই ঘুমানোর কারনে বা অলসতার কারনে না গেলে প্রবৃত্তির অনুসরণ করা হবে। এখন আমার প্রশ্ন হল- অলসতার কারনে যে আমি মাঝে মাঝে মসজিদে জামাতে যাই না এর কারনে কি প্রবৃত্তির অনুসরণ করা হয়েছে। এর কারনে কি শিরক করা হবে।? আমার ঈমানের কোন সমস্যা হবে?