আসসালামু আলাইকুম শায়েখ,
আমার মনে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ আসতে থাকে। কখনো ঈমান নিয়ে নিয়ে। আবার কখনো তালাক নিয়ে। আমি মারাত্তক ওয়াসওয়াসার স্বীকার।
(১) আমার এক বন্ধু নাস্তিকদের নিয়ে কি একটা বিষয়ে কথা বলছিল। কোন নাস্তিক যদি বলে,আমি আল্লাহকে মানি না এই উদ্দেশ্য নিয়ে আমি বললাম যে, আমি আল্লাহ কে মানি না । আমার একথা বলার উদ্দেশ্য এই যে, কোন নাস্তিক যদি বলে আমি আল্লাহ কে মানি না তখন আমার বন্ধুর উওর কি হবে।আমার বন্ধু বুঝতে পেরেছে কথাটা আমার নয় বরন নাস্তিকদের।
এতে কি আমার ঈমানের কোন ক্ষতি হবে?