জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তে গুনাহের কাজে সহযোগিতা করা জায়েজ নেই।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
শরীয়তে কাউকে ধোকা দেয়া জায়েজ নেই।
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
বিদেশ যেতে সহযোগী এজেন্সিতে কাজ করা জায়েজ আছে।
তবে এক্ষেত্রে ধোকা মূলক কোনো কাজ করা জায়েজ নেই।
(মহিলা হলে মহিলাদের চাকুরির যে সমস্ত শর্ত আছে,তাহা মেনে চললে এ চাকরি জায়েজ হবে।
নতুবা নয়।)
(০২)
তা পড়ানোও জায়েজ আছে।
তবে স্টুডেন্ট পুরুষ হলে মহিলাদের জন্য তাহা পড়ানো জায়েজ হবেনা।
(০৩)
ielts প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে।
এসব কাজের মাধ্যমে বিধর্মীর দেশে যেতে পরক্ষভাবে সহযোগীতা করা হলেও সরাসরি গুনাহের কাজে সহযোগিতা করা হচ্ছেনা।
তাই ielts প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে।
তবে এক্ষেত্রে ধোকা মূলক কোনো কাজ করা জায়েজ নেই।
(মহিলা হলে মহিলাদের চাকুরির যে সমস্ত শর্ত আছে,তাহা মেনে চললে এ চাকরি জায়েজ হবে।
নতুবা নয়।)