আসসালামু আলাইকুম শায়েখ
১)প্রতি বছর রমজানের কাজা রোজাগুলো পরবর্তী রমজান আসার আগেই আদায় করে নিই, কিন্তু ২০২১ সালের কাজা রোজাগুলো আদায় করছিলাম কি না আমি ঠিক মনে করতে পারছি না, সন্দেহ লাগছে আদায় করা হয়েছে কিনা, এই অবস্থায় সন্দেহ দূর করার জন্য আমি কি আবার রাখব কাজা রোজাগুলো?
২)কাবার দিকে মুখ করে কুরআন তিলাওয়াত আবশ্যক? অন্য কোনো দিকে মুখ করে তিলাওয়াত করলে কি গুনাহ হবে?
৩)উত্তর দিকে পা দিয়ে শুইলে গুনাহ হবে। আবার একইভাবে পায়খানা-প্রস্রাব দক্ষিণ দিকে মুখ করতে হয়,,উত্তর দিকে মুখ করে পায়খানা-প্রস্রাব করলে গুনাহ হয়। এগুলো কি আসলে শরীয়তসম্মত কথা,না মানলে কি গুনাহ হবে?
৪)মেঝে বা টাইলসে বাবু প্রস্রাব করলে সেগুলো শুকনো/ভেজা কাপড় দিয়ে একবার মুছে নিই। এরপর সেই একই কাপড় ভালভাবে ধুয়ে বিসমিল্লাহ বলে জায়গা টা আরেকবার মুছে নিই।
এভাবে করলে কি প্রস্রাবের জায়গাটা পাক হবে? নাকি ৩বার মুছতে হবে?
৫)বাবুর নাপাক কাপড় আর আমাদের কাপড় একসাথে ভিজাতে দি বালতি তে,, পরে সব কাপড় ভাল করে ধুয়ে ট্যাপের নিচে আলাদা আলাদা করে প্রতিটা কাপড় বিসমিল্লাহ বলে বলে একবার নিংড়ে নি, এতে কি কাপড়গুলো পাক হচ্ছে নাকি প্রতিটা কাপড় ৩বার বিসমিল্লাহ বলে ৩বার ধুইতে হবে?
৬)গোসল,কাপড় ধোয়া,ওজু করা সব বাথরুমে সারতে হয়, সেক্ষেত্রে বিসমিল্লাহ বলার ক্ষেত্রে কি করব? মনে মনে বললে হবে?
৭)সূরা সাজদা প্রতিদিন তিলাওয়াত করি, কিন্তু তিলাওয়াতের পর সিজদা আদায় করার কথা সবসময় মনে থাকে না৷, তো সেক্ষেত্রে কি এতদিনের আদায় না করা সিজদা গুলো সব একসাথে আদায় করতে হবে? মানে কাজা আদায় করতে হবে কিনা?