ঘটনা১ঃস্ত্রীর সাথে ঝগড়ার মূহুর্তে বলি"""তুই শুধু তোর পরিবার নিয়ে থাকোছ যে(ও আমার সাথেই থাকে,এই কথার মানে হচ্ছে শুধু ও ওর পরিবার নিয়েই চিন্তাভাবনা করে),,,আমাকে নিয়ে ভাবোছনা,তুই শুধু তোর মা ভাই বোন এইসব নিয়েই থাকোছ(মানে শুধু ওদের কথায় ভাবে),,,তুই শুধু এইসব নিয়েই থাক/ওদের নিয়েই থাক(মানে শুধু ওদের বিষয় নিয়েই চিন্তা করো))""''
প্রশ্ন১ঃএইরকম বললে কি তালাক হয়ে যায়?
প্রশ্ন২ঃঃস্ত্রী যদি কখনো তাকাল চায় আর আমি যদি স্ত্রীর কথায় যদি কখনো এইরকম """"শুধু এইসব নিয়েই থাক/ওদের নিয়েই থাক/তোর পরিবার নিয়েই থাক(মানে শুধু ওদের বিষয় নিয়েই চিন্তা করো)"""
উত্তর দিলে ও কি তালাক হয়ে যাবে???বা এইগুলো তালাকসূচক বাক্য কিনা??জানার জন্য।