১) অসীম মানে তো যার কোন শেষ নেই। আমাদের বাংলাদেশে একটা দোকান আছে যার নাম Infinity অর্থাৎ অসীম। কিন্তু কিয়ামত এর দিন তো এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে। থাকবে শুধু আল্লাহ।
এখন Infinity প্রতিষ্ঠানটির নামের অর্থ এমন যে যার কোন শেষ নেই কিন্তু কুরআন হাদিস থেকে আমরা সবাই জানি যে এই পৃথিবীর সবকিছু শেষ হবে একদিন। এখন Infinity এর কোন পন্য পছন্দ করা এবং Infinity এর পন্য কেনা কি কুফর হবে?
ক) এছাড়া সেই দোকানে ঘুরতে ভাল লাগে। কারন দোকান টা খুব আধুনিক। হয়তবা নামের সাথে মিল রেখেই এভাবে সাজান। দেখতে সুন্দর লাগে, ঘুরতেও ভাললাগে। এভাবে ভাললাগা টা কি কুফর হবে?
২)
কোন প্রতিষ্ঠান যার নাম ধরুন হিন্দুদের দেব দেবির নামে দেওয়া। যেমনঃRadha publishing hoise, Krishna book store, Radha এসব প্রতিষ্ঠান এর বই কিনে পড়া কি কুফর হবে?