ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কিরাত পড়ার সময় নামাযে গলার ভিতর থেকে অনিচ্ছাকৃত ভাবে আওয়াজ হয়ে যায়, এতে নামায ফাসিদ হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/431
(২) ইলম অর্জন করার জন্য পড়ার মুহুর্তে যদি অন্তরে ভয় কাজ করে যে, হয়তো আব্বু আম্মু বকা দিতে পারে, হয়তো আব্বু আম্মি ইলম অর্জন করতে দিবে না, এটা গাইরুল্লাহর প্রতি ভয় নয়।
আপনি টাইম মেইন্টেইন করে নিবেন।পরীক্ষার মুহূর্তে জেনারেল পড়াকে অগ্রাধিকার দিয়ে আইও এম এর পড়া সামান্য করে পড়বেন।
(৩) জেনারেল এবং মাদরাসা দুইটা একসাথে মেনেজ করা একটু কষ্টকর হবে। জেনারেল পড়াকে অগ্রাধিকার দিয়ে পড়বেন।পাশাপাশি মাদরাসার পড়াকেও পড়ার চেষ্টা করবেন।
(৪) প্রাইভেট এ স্যার দের পড়া না বুঝলে প্রশ্ন করা যাবে। না বুজলে অবশ্যই প্রশ্ন করবেন। অবশ্যই ফিতনার সমূহ সম্ভাবনাকে এড়িয়ে চলার সর্বোচ্ছ চেষ্টা করবেন।