আমার ছয় মাসের মধ্যে দুইটা মিসক্যারেজ হয়েছে, দ্বিতীয় টা দুই মাস ও হয়নি, যার ফলে ডাক্তার আমাকে ছয় মাস তো একদমই নিষেধ করেছেন, এক বছর পর্যন্ত অপেক্ষা করে তারপর বেবি নিতে বলেছেন। আমার শারীরিক অবস্থাও ভালো না, অনেক বেশি দুর্বল এবং অসুস্থ থাকি আলহামদুলিল্লাহ যদি কোনো অসাবধানতা বশত কারণে আমি পিল খাই সেটা কি আমার গোনাহ হবে? আমার মনে একটাই প্রশ্ন আসছে যে এই বেবিটা যদি আমার জন্য কল্যাণকর হতো, আর ওষুধ খাওয়ার ফলে যদি সেই কল্যাণ আমি হারিয়ে ফেলি। আবার এটাও মনে হচ্ছে আমি এই কারণ ভেবে খাবো না আর আবারও যদি মিসক্যারেজ হয় তাহলে?? কোনটা ঠিক এটা যদি একটু বলতেন প্লিজ।