ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।(সূরা বনি ইসরাঈল-২৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/50658
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পিতার সাথে আত্বীয়স্বজনের সামনে বড় ধরনের বেয়াদবি করার পর উক্ত আত্বীয়স্বজনের সামনেই পিতার পা ধরে কেদে কেদে যেহেতু আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন,এবং আপনার পিতা আপনাকে ক্ষমাও করে দিয়েছেন, সুতরাং আপনি ক্ষমা পেয়ে গিয়েছেন। এখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন।জাযাকুমুল্লাহ।আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন।