আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কিন্তু আমি যে বিষয়টি নিয়ে জানতে চাই তা হলো, একজন ভাই যেকিনা আগে সাধারণ মুসলিম ছিল। আল্লাহর রহমতে তার মাঝে দ্বীনের বুঝ আসে। দ্বীনের বুঝ আসাটা একটা দীর্ঘমেয়াদী সময়।
দ্বীনের বুঝ আসার আগে সে একটা হারাম সম্পর্কে ছিল এবং সেই সম্পর্কে দুজনেই গভীর ঘনিষ্ট ছিল, আল্লাহুল্লাগফিরলি। দুজনের বাড়িতে উভয়ের পছন্দের কথা জানতো।
কিন্তু ভাইটি দ্বীন বোঝার পর এই হারাম সম্পর্ক হালালে পরিবর্তন করতে চায়। সে ২ একবার মেয়েটিকে দাওয়াত দেয়, বোঝায়। কিন্তু মেয়েটি কোনোভাবেই দ্বীনকে মেনে নিতে রাজি না। সে বলে যে যতটুকু না মানলেই নয় ততটুকু মানবো। উল্লেখ্য যে, মেয়েটি পরিপূর্ণ পর্দা করতেও নারাজ। কিন্তু মেয়েটি ছেলেটিকে বিয়ে করতে রাজি, তবে মেয়েটি দ্বীনকে সম্পূর্নভাবে মানতে নারাজ এবং সে চাকরী করতে চায়। বিদেশে যেতে চায়।
সে দাবী করে সে ছেলেটিকে না পেলে সে সুইসাইড করবে, কিন্তু ছেলেটি যেভাবে দ্বীনকে আকঁড়ে ধরে থাকতে চায় সেভাবে মেয়েটি নিজের জীবন অতিবাহিত করতে চায় না। সে স্বাধীনচেতা।
এমতাবস্থায় মেয়েটিকে বিবাহ করার ব্যপারে কি করবে ভাইটি?
ভাইটি যেহেতু মেয়েটির সাথে ঘনিষ্ট ছিল পূর্বে, তাই সেও চায় মেয়েটি দ্বীন মেনে চলুক এবং তারা হালালভাবে জীবনযাপন করুক। কিন্তু মেয়েটি চায় না দ্বীন মানতে, সে পরিপুর্ণ পর্দা করতেও চায় না। সে দ্বীনি পরিবেশ পায় না, তাই সে এমনটা করতে পারে না একথা বলে। ভাইটি প্রস্তাব দেয় যে তাকে বিবাহ করে ভাই দ্বীনি পরিবেশ তৈরী করে দিবেন। কিন্তু মেয়েটি ভাইয়ের পরিবারের সাথে থাকতে চায় না। কারন, তার ইচ্ছে চাকরী করা বিদেশে যাওয়া। কিন্তু সে ভাইকে জীবনসঙ্গী হিসেবে চায়। এক্ষেত্রে কি করনীয়?
[বিদ্রঃ মেয়েটিকে অনেকভাবে দাওয়া দেয়া হয়েছে।]