আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,,
আমাদের ভার্সিটিতে হল ফেস্ট হচ্ছে আজ,, এখানে প্রত্যেক স্টুডেন্টের জন্য টাকার একটা এমাউন্ট বরাদ্দ থাকে সরকার থেকে এবং নিজেদের কিছু টাকা দিতে হয়,,,, আমাদের হলের এক আপু ফেস্ট এর জন্য রেজিষ্ট্রেশন করেছিলেন কিন্তু বাড়ি চলে যাওয়ার কারণে তিনি উনার টোকেন টি আমার কাছে বিক্রি করেন,, আর আমার ও টোকেন টির প্রয়োজন ছিলো কারণ আমার একজন গেস্ট আছে,, আমার কাছে এখন দুইটা টোকেন আছে ওই আপুর একটা আর আমার একটা যার দুইটাই আমি টাকা দিয়ে নিয়েছি,,এখন হল কর্তৃপক্ষ বলেছে নিজ নিজ খাবার নিজেদের নিতে,,, আমার কি এখন এই খাবার টা নেওয়া গুনাহ হবে বা এ বিষয় এ হল কর্তৃপক্ষ এর অনুমতি লাগবে যেহেতু টাকার মালিক উনারা না সরকার আর স্টুডেন্ট,, কিন্তু উনারা দায়িত্বরত,, আর আমাকে যে আপু দিয়েছেন উনি নিজেও একজন ছাত্রী,, এখানে উনার অংশ ও ছিলো যেটা উনি সেচ্ছায় আমার কাছে বিক্রি করে দিয়েছেন,,,