আসসালামু আলাইকুম আমি ইতিপূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম, স্বামির আমাকে বলেছে সংসার করতে ভালো না লাগলে আমি যাতে চলে যাই, যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছে গিয়ে সংসার করি, এই কথা আমার স্বামি অনেক বার বমেছে সামান্য কথা কাটাকাটি হলেও বলে, স্বামি হিসেবে সে আমার কোনো কর্তৃব্য ঠিক ভাবে পালন করেনা, ১৮ নাম্বার কলামে আমাকে তালাক প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে সেখানে উল্লেখ আছে স্বামি দ্বাইত্ব কর্তব্য পালন না করলে আমি নিজের তালাক নিযে প্রদান করতে পারবো, বিয়ের পর ১৩ বসর আমি বাবার বাড়ি আছি নামে মাত্র হাত খরচ দেয়, আমি তার থেকে আলাদা হতে চাচ্ছি,আমার স্বামি প্রবাসি, দেশে আসে তার ইচ্ছে মত আমার মতামতের গুরুত্ব দেয়না, আমার পরিবারের কাছে এগুলু কোনো সমস্যা মনে করেন না, তাই আমি নিজের নফসের উপর নিযে তালাক্ব নিতে চাই, এর জন্য কোনো স্বাক্ষি অথবা স্বামির নিজের কানে শোনা জরুরি কিনা, নাকি আমি নিযে নিজে মুখে উচ্চারণ করলে তালাক্ব হয়ে যাবে, দয়া করে উত্তর দিবেন। যেহেতু উনি আমাকে বলেছে সংসার করতে ভালো না লাগলে আমি যেনো চলে যাই,।