আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
104 views
in সালাত(Prayer) by (17 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

যেহেতু সাদা স্রাবের প্রবলেমটা বেশি হয় আমার, তাই মেক্সিমাম সময়েই সালাত আদায়ের সময় আমার ভয় কাজ করে, সাদা স্রাব বের হয়ে যাচ্ছে কি না। আজকে যোহরের সালাত আদায় করাকালীনও আশঙ্কা/ভয় পাচ্ছিলাম যে, সাদা স্রাব বের হয়ে যাচ্ছে কি না। তবে সালাত পড়াকালীন সাদা স্রাব বের হওয়ার  মতো কিছুই অনুভব হয় নি। কিন্তু সালাত শেষে চেক করার পর, অওরা ভেজা পেয়েছি৷ তবে সেটা সাদা স্রাব না কি পানি বুঝতে পারছি না। সাদা স্রাবের মতো লাগছে না আবার পানি কি না সেটাও শিউর নই। এখন এই সালাত কি পুনরায় পড়তে হবে?

আবার অনেক সময় সালাত পড়াকালীনই অনুভব হয় যে, হয়ত সাদা স্রাব বের হয়ে গেছে। এমন অবস্থায়, সালাত শেষে চেক করার পর অওরা যদি হালকা ভেজা অনুভূত হয় তাহলে কি সালাত পুনরায় আদায় করতে হবে?

আবার সাদা স্রাব বের হওয়ার ব্যাপারে আমার ওয়াসওয়াসা বা ভয় পাচ্ছি কিন্তু সালাত পড়াকালীন সাদা স্রাব বের হওয়ার মতো কিছু অনুভূত হয় নি, তবে সালাত শেষে অওরা ভেজা পাওয়া গেলে তখন কি করণীয় হবে?

জাযাকুমুল্লাহু খইর।

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ

قَالَ عَطَاءٌ: «تَوَضَّأْ مِنْ كُلِّ حَدَثٍ مِنَ الْبَوْلِ، وَالْخَلَاءِ، وَالْفُسَاءِ، وَالضُّرَاطِ، وَمِنْ كُلِّ حَدَثٍ يَخْرُجُ مِنَ الْإِنْسَانِ

হযরত আত্বা রহঃ বলেন, অযু কর প্রত্যেক হদসের কারণে। যেমন পেশাব, পায়খানা, বায়ু বের হওয়া শব্দসহ বা শব্দ ছাড়া। প্রতিটি বস্তু যা মানুষের শরীর থেকে বের হয়। [মুসান্নাফ আব্দুর রাজ্জাক-১/১৩৯, হাদীস নং-৫২৭]
۔
قال في الہدایۃ: المعاني الناقضۃ للوضوء کل ما خرج من السبیلین، لقولہ تعالیٰ: {اَوْ جَآئَ اَحَدٌ مِنْکُمْ مِنَ الْغَآئِطِ} [المائدۃ: ۶]
সারমর্মঃ
অযু ভঙ্গের কারন, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 

আরো জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত সেটি সাদা স্রাব হোক বা পানির মতোই হোক,সেটি যেহেতু লজ্জাস্থান থেকে নামাজের মধ্যে বের হয়েছে,সুতরাং আপনার নামাজ ভেঙ্গে গিয়েছে।

উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবে।

হ্যাঁ যদি আপনার প্রবল ধারনা হয় যে নামাজের আগে কোনো পাক পানি সেখানে লেগেছিলো,যার ভেজা এখম দেখা যাচ্ছে,সেক্ষেত্রে উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবেনা।

★যদি সালাত পড়াকালীনই অনুভব হয় যে, হয়ত সাদা স্রাব বের হয়ে গেছে। এমন অবস্থায়, আপনার জন্য করনীয় হলো নামাজ ছেড়ে দিয়ে উক্ত স্থান পাক করে অযু করে এসে নামাজ উক্ত স্থান থেকে আদায় করা।
পতিমধ্যে কাহারো সাথে কথাবার্তা বলা,খানা খাওয়া পানি পান ইত্যাদি নামাজ ভঙ্গের কাজ করা যাবেনা।

★নামাজে যদি সাদা স্রাব বের হওয়ার ব্যাপারে আপনার ওয়াসওয়াসা বা ভয় হত কিন্তু সালাত পড়াকালীন সাদা স্রাব বের হওয়ার মতো কিছু অনুভূত না হয়, তবে সালাত শেষে অওরা ভেজা পাওয়া গেলে তখন পাক হয়ে এসে উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 96 views
...