আসসালামু আলাইকুম শায়েখ আমার একটা প্রশ্ন ছিল যদি উত্তর দিতেন আমার খুব উপকার হতো।
শায়েখ আমার অতীত নিয়ে ওয়াসওয়াসা আসতো হানাফি মাযহাব এর অভিভাবক ছাড়া বিয়ের মাসআলা গুলো শুনে। আমার আবার আমার হাজবেন্ড এর সাথে ভিডিও কলে বিয়ে হইছে করোনার ভিতর অভিভাবকের অনুমতি ছিল। আমার ফোন কলে বিয়ে নিয়ে অতীতের একটা ঘটনা নিয়ে ওয়াসওয়াসা আসতো। পরে বিষয় টা পরিস্কার করে মনে পড়ে হানাফি শায়েখ দের কাছে প্রশ্ন করেছি তারাও বলছে কোন সম্যসা নাই। কিন্তু এর মধ্যে আমি আমার স্বামী কে বলছি আমাদের বিয়েটা আবার নবায়ন করে নিতে। যেহেতু অতীতের ঘটনাটা ফোন সম্পর্কে ছিল। কিন্তু আমি শায়েখ দের কাছে ফোন উল্লেখ না করে ঘটনা খুলে বলছি তাও তারা বলছে অতীতের বিষয় কোন সম্যসা নাই। এই যে লিংক
https://ifatwa.info/62939/
https://ifatwa.info/62847/
এখন কার বৈবাহিক জীবন শুদ্ধ। আসলে আমার মনে হঠাৎ আসছে যেহেতু অতীতে ফোনে বিয়ে ঘটিত ওয়াসওয়াসা ছিল তাই আমার এখন যে ছেলের সাথে বিয়ে হইছে তাার সাথে বিয়ে নবায়ন করে নিিলে তো ঝামেলা নাই মানে হানাাফি মাজহাব মতে তো ফোনে বিয়ে হয় না । আসলে আমি খুব ভয় পাইছি। সে বিিিয়ে নবায়ন করতে চাায়য় নাই।। কারণ সে ভিডিও কলে বিয়ে হয় এই মত মানে। আর আমিও আমার স্বামীর মত মানি। আর ফোন উল্লেখ না করে আমার অতীত ঘটনার প্রশ্ন করেছি আপনারা বলেছেন বিয়ে হয় না। আমার স্বামী নির্দিস্ট কোন মাজহাব মানে না। তার কাছে কুরআন ও হাদিস এর আলোকে যেই মত শুদ্ধ মনে হয় সেইই মত গ্রহণ করে।
(১) প্রশ্ন হলো আমি আমার স্বামী কে মিথ্যা বলছি যে অমুক শায়েখ বলছে বিয়েটা নবায়ন করে নিতে কিন্তু সে রাজি হয় নাই এখন এইসব মিথ্যা বলায় তালাক বা কোন রকম কোন সম্যসা হবে কি?
(২) প্রশ্নে উল্লেখিত ওয়াসওয়াসার ঘটনায় এমন ভাবনা নিয়ে স্বামীকে আবার বিয়ে করতে বলায় কোন রকম কোন সম্যসা হবে কি বৈবাহিক জীবনে?
(৩) আহলে হাদিস এক শায়েখ কে প্রশ্ন করায় তিনি বলছেন কোন সম্যসা নাই। আমি তার মত মানি। এখন আমার স্বামী কে অতীত বিষয়ক প্রশ্ন উল্লেখিত পুরো ঘটনা এবং তাার মত কি খুলে বলতে হবে?
(৪) আমি এবং আমার স্বামী যেহেতু ভিডিও কলে বিয়ে হয় এই মত মানি আর আমার স্বামী অভিভাবক ছাড়া বিয়ে হয় কি হয় না সে এই বিষয়ে যে মত টা মানুক না কেন যেহেতু আমার তার সাথে বিয়ের আগে অন্য কোন ভাবে কোন ইজাব কবুল ঘটনা হয় নাই। এতে আমার বৈবাহিক জীবনে কোন রকম কোন সম্যসা নাই তাই তো শায়েখ?
বেয়াদবি নিবেন না শায়েখ।
আল্লাহ আপনাকে অঢেল রিজিক দান করুন আমিন।