জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নের বিবরণ মতে এইরকম জিজ্ঞেস করা এবং স্বামীর উত্তর দেয়াতে অসুবিধা হয়নি।
তবে এভাবে স্বামীকে তালাক সংক্রান্ত প্রশ্নবাণে জর্জরিত করা সংসারের জন্য মারাত্মক ক্ষতির কারন হতে পারে।
তাই স্বামীকে এই জাতীয় প্রশ্ন না করার পরামর্শ রইলো।
(০২)
হ্যাঁ এগুলো সবই ওয়াসওয়াসা কারনে হয়েছে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
যে কোনো ওয়াসওয়াসার প্রধান চিকিৎসা এটাই যে, একে গুরুত্ব না দেয়া। কী চিন্তা আসল, কী চিন্তা গেল-তা না ভেবে নিজের কাজে মশগুল থাকুন।
কেননা, এটা মূলত শয়তানের কাজ।
আল্লাহ তাআলা বলেন,
إِنَّمَا النَّجْوَىٰ مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
এই ওয়াসওয়াসা তো শয়তানের কাজ; মুমিনদেরকে দুঃখ দেয়ার দেয়ার জন্যে। তবে (এই ওয়াসওয়াসা সৃষ্টি করে) সে মুমিনদেরকে চুল পরিমাণ ক্ষতি করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। (সূরা মুজাদালাহ ১০)
তালাকের ওয়াসওয়াসা থেকে মুক্তির আমল