ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই মোহরানা দিতে হবে যদি নগদ মহরের আলোচনা থাকে। সেটা আকদ অনুষ্টানের সময়ও হতে পারে আবার অন্য সময়েও হতে পারে। ইজাব কবুলের আগেও মহর দেয়া যাবে এবং পরেও দেয়া যাবে। মহরানা মূলত পাত্রীর হাতেই দিতে হবে।
(২)
মেয়ে রাজি কি না? সে সম্পর্কে সন্দেহ থাকলে, মেয়েকে সরাসরি জিজ্ঞাসা করে নিতে হবে। সাধারণত মেয়েরা রাজিই থাকে, সেজন্য মেয়েকে সরাসরি জিজ্ঞাসার প্রয়োজনিয়তা পড়ে না।
(৩)
সামাজিকতার চাপে নিয়ত ছাড়া স্বামী যদি সম্মতি দেয়, তাহলে কাযায়াতান স্ত্রী তালাকের মালিক হয়ে যাবে।
(৪)
বিবাহের সম্পূর্ণ বিধান এই স্বল্প পরিসরে ব্যক্ত করা সম্ভবপর নয়। এজন্য বিভিন্ন মাদরাসা বা প্রতিষ্টানে এক বৎসর কেন্দ্রিক সিলেবাস থাকে।