আসসালামু আলাইকুম।
আমার আম্মুর হাঁটুতে সমস্যা আছে। নামাজ পড়ার সময় স্বাভাবিক ভাবে রুকু-সিজদা দিতে পারেন, কিন্তু বৈঠকের সময় পা ভাঁজ করে একদিকে ফিরিয়ে বসতে পারেন না। পায়ে খুব চাপ পড়ে, খুব জোরে মটমট শব্দ হতে থাকে। আর জোর করে বসলেও পরে পা ব্যথা করে। এমনিতে স্বাভাবিক অবস্থায় আমরা যেভাবে আসন করে বসি, সেভাবে বসতে পারেন। এ অবস্থায় নামাজের বৈঠকে দুই পা ভাঁজ করে একদিকে ফিরিয়ে না বসে, আসন করার মতো করে বসলে কি নামাজ হবে?