ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি বারবার বোন দ্বারা সম্ভোধন করে আসলে কি বুঝাতে চাচ্ছেন? আপনি কি নিজের রক্তসম্পর্কের বোন বুঝাতে চাচ্ছেন? যদি রক্ত সম্পর্কের বোন হয়, সে বড় বোন হয়, তাহলে আপনার বিবাহ বৈধ নয়।
যাইহোক এবার মূল প্রশ্নের জবাবে আসি,
(১)প্রথম স্ত্রী দেনমোহর পরিশোধ করা হয়নি বলে আপনার বিয়েতে কোনো সমস্যা হবে না।
(২)আপনার স্বামীর প্রথম স্ত্রী যে আপনা জন্য শর্ত দিয়ে রেখেছেন তা শরীয়ত সম্মত নয়। তিনি আপনাকে আপনার অধিকার ও হক থেকে বঞ্চিত করছেন। এরজন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি হবেন।
(৩)
আপনি কেন এই সংসারকে পরিত্যাগ করবেন। যদি একজন স্বামীর জন্য একজন স্ত্রীকেই উনি উপযোক্ত মনে করেন, তাহলে তিনি কেন চলে যাচ্ছেন না।
(৪) কথায় কথায় বিনা কারণে তালাক চাইলে অবশ্যই এর শাস্তি রয়েছে।
বিনা কারণে তালাক আবেদন কারী মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
ﺃَﻳُّﻤَﺎ ﺍﻣْﺮَﺃَﺓٍ ﺳَﺄَﻟَﺖْ ﺯَﻭْﺟَﻬَﺎ ﻃَﻼَﻗًﺎ ﻓِﻰ ﻏَﻴْﺮِ ﻣَﺎ ﺑَﺄْﺱٍ ﻓَﺤَﺮَﺍﻡٌ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺭَﺍﺋِﺤَﺔُ ﺍﻟْﺠَﻨَّﺔِ . ‘
যে মহিলা বিনা কারণে তার স্বামীর নিকটে তালাক্ব চায়, তার জন্য জান্নাতের সুগন্ধিও হারাম’।
[আবুদাউদ হা/২২২৬; তিরমিযী হা/১১৮৭; ইবনু মাজাহ হা/২০৫৫; মিশকাত হা/৩২৭৯, সনদ ছহীহ।]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/468