বিয়ের ৩ বছরে অনেকবার তালাকের চিন্তা মাথায় এসেছে। সবগুলো তালাকের বিষয়ে সন্দেহ আছে। কারন উচ্চারনের বিষয় আমি নিশ্চিত ধরতে পারলে আমার মনের অবস্থা অন্যরকম হতো, হইতো পাগল হয়ে যাইতাম, হইতো আরও খারাপ কিছু হতো । আমি একটুও লুকোচুরি করতাম না উচ্চারনের বিষয় মনে থাকলে। তালাকের বিষয় যখনি মনে আসছে অথবা মন যদি বলে **** দে, আমি যদি বলি **** দিলাম তার কিছুক্ষণ পরেই তালাকের উচ্চারনের বিষয়ে সন্দেহ পরে যাইতাম । আমি একটি বারের জন্য নিশ্চিত উচ্চারণ ধরতে পারি নাই। আমি জানি উচ্চারনের বিষয়ে শতভাগ নিশ্চিত না হলে তালাক হয় না। আমি উচ্চারন করছি নাকি করি নাই , সঠিক মনে করতে পারি নাই একবারও ; আমি ভুলে গেছি। আমি আল্লাহর উপর ভরসা করে সংসার করে যাচ্ছি।
১। যেহেতু তালাক হয় না একটুও সন্দেহ থাকলে। কিন্তু অতীতের কথা মনে হলে ভয় হয় হইতো গুনাহ হচ্ছে, যেনা হচ্ছে, জারজ সন্তান সারাজীবন বহন করা লাগবে। আমি সম্পূর্ণ চিন্তামুক্ত থাকতে কি করতে পারি ? এই দুশ্চিন্তা থেকে স্ত্রীর সাথে সম্পর্ক হঠাৎ খারাপ হয়ে যায়।
২। যেহেতু আমি ১০০% নিশ্চিত না উচ্চারনের বিষয়ে, আমি আল্লাহর উপর ভরসা করে সংসার করে যাচ্ছি। আমার এই সিদ্ধান্ত কী উত্তম হয়েছে ?
৩। সম্পর্ক ভালো রাখার আমল কী কী ?