ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)আল্লাহর প্রেরিত নবী-রাসূল ব্যাতিত অন্য কোনো মানুষকে যদি কেউ নবী-রাসূল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে।
(২) উপহার পাওয়া জিনিস কিংবা ফ্রিতে পাওয়া কোনো জিনিস বিক্রয় করা জায়েজ হবে।
(৩) কোনো মুসলিম যদি গুগলে এই ধরনের বাক্য লিখে সার্চ দেয়, তাহলে তার ঈমান চলে যাবে না। এই বাক্য গুলোর উত্তর একজন মুসলিম হিসেবে যেভাবে বিশ্বাস করা দরকার তা সে আগে থেকেই করে। কিন্তু গুগল আসলে ধরনের ফলাফল দেখায় তা দেখার জন্য সার্চ দিলে ঈমান চলে যাবে না।
বাক্য গুলো- "who is the greatest man in this world" বা "best religion in this world"
৪. কেউ অবিবাহিত অবস্থায় হঠাৎ মুখ দিয়ে বলতে চাইলো যে " অমুক কাজ করলে তালাক হবে"। মুখে বলার সময় শুধু "অমুক কাজ" এই অংশটুকু বলে থেমে গেল বাকি অংশ বললো না। তাহলে বিয়ের পর তালাক পতিত হবে না।
৫. মুখ দিয়ে কথা বলতে বলতে ভুলে হঠাৎ তালাক শব্দ বেরিয়ে গেলে কিংবা তালাক সংশ্লিষ্ট কথা বলে ফেললে তালাক হবে না। তালাক সংশ্লিষ্ট ঐ সকল কথা বলার সময় যদি স্ত্রীর কথা মনে আসে, কিন্তু তালাকের কোনো নিয়ত ছিল না। তাহলেও তালাক পতিত হবে না। যদি অবিবাহিত অবস্থায় এমন কোনো কথা বলে ফেলে তাহলে বিয়ের পরও তালাক পতিত হবে না।
(৬) অবিবাহিত অবস্থায় তালাকের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য যদি মুখ দিয়ে বলা হয় "কোনো সমস্যা হবে না"। এটা বলার সময় তালাক সংশ্লিষ্ট চিন্তা মাথায় ছিল কিন্তু তালাকের কোনো নিয়ত ছিল না। কিন্তু "কোনো সমস্যা হবে না" এটা না বলে যদি "কোনো সমস্যা হবে" এটা বলে ফেলা হয় তাহলে বিয়ের পর তালাক পতিত হবে না।
এবং ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য যদি মুখে বলা হয় "তালাক পতিত হবে না" এটা বলার সময় "তালাক পতিত হবে" এটা বলে ফেলা হয় তাহলে বিয়ের পর তালাক পতিত হবে না।
৭. তালাক সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পড়ার সময় ও তালাকের প্রশ্ন লেখার সময় তালাকের চিন্তা-ভাবনা মন না চাইতেও যদি মাথায় আসে, তাহলে বিয়ের পর তালাক পতিত হবে না।
৮. আমি এক জায়গায় তালাকের মাসয়ালা পরার সময় একটা লেখা সেখানে দেখতে পায়,
লেখাটি হলোঃ " দুই. তালাক.... "
উক্ত " দুই. তালাক.... " লেখাটি পড়ার সময় আমার জিহ্বা নড়ে। কিন্তু তালাকের কোনো নিয়ত ও উদ্দেশ্য কিছুই ছিল না। কিন্তু ভয় হচ্ছে যে, আমি " দুই. তালাক.... " কথাটি বলার সময় নিয়ত ও কাউকে উদ্দেশ্য করে বলে ফেলেছি কিনা মনে করতে পারছি না।
এর কারণে বিয়ের পর তালাক পতিত হবে না।
৯. মুসলিম বাদে অন্য ধর্মালম্বী মানুষদের ছোট বাচ্চাদের দেখলে কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এ জাতীয় শব্দ ব্যবহার করা যাবে। তবে সাথে সাথে হাদাহুল্লাহ তথা আল্লাহ তাকে হেদায়ত দিক, সেই কথাও বলে দিতে হবে।