বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(৫)
ফরজ গোসলের আগে ওজু করে নিয়েছি।ওজুর যতদুর মনে পরে সম্ভবত আবার কুলি ও নাকে পানি দিয়েছি (সন্দেহ হচ্ছে)।তারপর গোসল করি তারপর কাপড় পাল্টে আবারও ২ বার ওজু করি। ওয়াসরুম থেকে বের হয়ে যাওয়ার পর জোহরের নামাজ আদায়ের কিছু সময় আগে/পরে মনে হচ্ছে মুখে পানি দিয়ে কুলি করছি কিনা সন্দেহ হচ্ছে কুলি নিয়ে।
এতে আপনার ফরজ গোসল আদায় হয়েছে।
(৬)৫ নং এ উল্লেখিত গোসলের পরে সন্দেহের কারনে আবারও ফরজ গোসল করি শুরুতে ওজু করে নি গোসল শেষে পা ধোয়ার আগে বা পরে আবারও হয়তো কুলি করি ও নাকে পানি দি (সন্দেহ হচ্ছে) কিন্তু যখন গোসল করা শেষে পা ধুয়ে কাপড় পড়ে ওয়াসরুম থেকে বের হওয়ার পর আবারও মনে একই সন্দেহ জাগে কুলি করলাম কিনা?
আপনার দ্বিতীয়বার গোসল করার কোনো প্রয়োজনিয়তা ছিল না, বরং আপনার ফরয গোসল আদায় হয়ে গিয়েছে।