আমি ফিউচার টাস্ক নামক একটি এপের সাথে কাজ করি।ফিউচার টাস্কের অফিস বাংলাদেশ এ রয়েছে। এটি একটি ইন্টারন্যাশনাল কম্পানি যেখানে প্রায় ম্যাক্সিমাম দেশের মানুষই কাজ করছে। এখানে কাজের নিয়ম হচ্ছে প্রতিদিন কিছু অর্ডার নিতে হবে। যদি আমি অর্ডার নেই তাহলে আমার ইনকাম হবে নাহলে হবেনা, অর্থাৎ এক্ষেত্রে কাজবিহিন ইনকামের সুযোগ নেই। আবার আমি যদি কাউকে রেফার করি সে সেই সাইটের মাধ্যমে ইনকাম করে তাহলে আমি একটি অংশ কমিশন পাবো। আবার সে যদি ইনকাম না করে তাহলে আমি কোনো কমিশন পাবোনা। এখন তাহলে দেখা যাচ্ছে এই সাইটের ইনকামের দুইটি অংশ, দুটোই কি হারাম? নাকি একটি অংশ হারাম? কোন অংশ হারাম জানাবেন প্লিজ, আর যতটুকু টাকা হয়েছে উঠিয়ে নিতে পারবো? উঠিয়ে নিয়ে দান করে দিলে হবে? এটা যদি হারাম হয় এক মুহুর্ত ও থাকবোনা ইনশাআল্লাহ, দ্রুত জানান একটু উস্তাদ আমি খুব মানসিক অশান্তির মধ্যে আছি।