বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার লিখিত শব্দের আলোকেই জবাব দিলাম, যাতেকরে বুঝতে আপনার সুবিধা হয়--
(২)স্বামী স্ত্রীর নাভিতে, নিতম্বে চুম্বন করতে, লেহন করতে চাইলে স্ত্রীর জন্য বাধা দেওয়া উচিৎ না। কেননা স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরের সকল অঙ্গ দ্বারাই ফায়দা নিতে পারে শুধুমাত্র পায়ুপথে সঙ্গম করা ব্যতিত এবং জোর করে লজ্জাস্থান চুষানো ব্যতিত।
(৪) স্ত্রীর কানে, নাকে একের অধিক জায়গা ফুরিয়ে দিতে চায় স্বামী, স্ত্রী না চাইলে স্বামী পারবে না। একাধিক জায়গা ফোরানো জায়েয হবে না।কেননা এটা বিধর্মীদের অনুসরণে চলে যাবে।
নাকে নোলক পড়ানোর জন্য নাকের মাঝের অংশে ফুরানোর জন্য স্বামী বলতে পারবে না, কেননা এটা বিধর্মীদের অনুকরণ হয়ে যাবে।
(৯)স্বামী সবসময় মেহেদি দিয়ে থাকতে বললে স্ত্রী না করা উচিৎ হবে না।তবে স্ত্রীর গুনাহ হবে না। হাত পা ছাড়া পেট, স্তনে মেহেদি ডিজাইন করে দিতে চাওয়াটাও উচিৎ হবে না।
(১৪) স্বামী স্ত্রীর গায়ের লোম কাটতে বললে স্ত্রীর জন্য কেটে ফেলাই উচিৎ।তবে না করলে স্ত্রীর গুনাহ হবে না।
(১৫) স্বামীর নাম, বা নামের প্রথম অক্ষর সম্বলিত লকেট, কানের দুল, নূপুর ইত্যাদি পড়তে বললে স্ত্রীর ইচ্ছার উপন সেগুলো নির্ভর করবে।