১। একজন নাস্তিক, যে আল্লাহ রাসুলকে গালি দেয় না, কিন্তু ইসলামের প্রতি বিদ্বেশ রয়েছে মনে, সেকুলার ধরনের, কিন্তু ধার্মিক ( মোল্লা, দাড়িটুপিআলা ) মানুষদের দেখতে পারে না, মানে, ধর্ম নিয়ে তার আপত্তি, স্বাধীনচেতা ধরনের। এধরনের মানুষের সাথে ব্যবহার কেমন হবে? স্বাভাবিক কথা বলা যাবে, নাকি একদম চুপচাপ থাকতে হবে তাদের সামনে?
২। যদি আমার প্যান্ট লম্বা হয় ( টাখনু ঢেকে যায় ) নামাজে কি তা গুটিয়ে নেয়া যাবে? ( যেহেতু কাপড় গুটিয়ে নামাজ পড়া মাকরুহ বলা হয়েছে )
৩। যদি প্যান্ট দাঁড়ানো অবস্থায় স্বাভাবিক থাকে, কিন্তু রুকুতে যাওয়ার সময় প্রায় অর্দধেকটা টাখনু ঢেকে ফেলে, তাহলে কি সমস্যা হবে?
৪। নামাজের সময় হাতা গুটিয়ে পড়া কি অনুচিত?