একটা সিদ্ধান্ত আটকে আছে। একটু সময় নিয়ে পুরোটা ভালোভাবে পড়ার অনুরোধ জানাচ্ছি।
আমি একটা মেসে থাকি। ১ মাস আগে আমার বর্তমান সিট পরিবর্তন করে আরেকটা সিটে ওঠার চিন্তা করেছিলাম। কিন্তু পরে হয়তো ভেবেছিলাম কিছু কারণে কারোর হক নষ্ট হতে পারে (যদিও হক নষ্ট হতো না) এবং যদি হক নষ্ট হয় তাহলে এরপর যা কাজ করব সব বিফলে যায় কিনা---হয়তো এই চিন্তাসহ অন্যান্য অনেক চিন্তা করে তখন সিট পরিবর্তন করিনি। যদিও পরবর্তীতে বুঝতে পেরেছিলাম যে, জায়েজ বিষয়কে নাজায়েজ ভাবা উচিত হয়নি। যেখানে হক নষ্ট হবেনা সেখানে হক নষ্ট হবে ভাবা এবং হক নষ্ট করলে পরবর্তী সব কাজকর্ম বিফলে যাবে এরকম ভাবাটা ভুল ছিল।
যাহোক একমাস পরে এখন আর্থিক, মানসিক, পরিবেশ ইত্যাদি দিক দিয়ে বিবেচনা করে আমি ওই সিটে যাওয়ার প্রয়োজন বোধ করছি। কিন্তু ওয়াসওয়াসায় পড়ে এখন দোটানায় ভুগতেছি যে--- আমি কি আসলেই আমার প্রয়োজনের জন্য সিট পরিবর্তন করতে চাচ্ছি, নাকি জায়েজ বিষয়কে নাজায়েজ ভাবা আমার ভুল ছিল সেটা কাজের মাধ্যমে প্রমাণ করে দেখানোর জন্য সিট পরিবর্তন করতে চাচ্ছি। যদি সিট পরিবর্তন করি এটা মনে করে যে, কাজের মাধ্যমে প্রমাণ না করে শুধু মনে বিশ্বাস রাখলে আল্লাহ মাফ করবে না---- তাহলে তো সম্ভবত আল্লাহর ক্ষমার উপর অবিশ্বাস করা হয়ে যাচ্ছে --- না জানি এর জন্য আমি কাফের হয়ে যাই কিনা।
(১) এখন আমার কি করণীয়? আমি কি এসব চিন্তাভাবনা-কে পাত্তা না দিয়ে আমার প্রয়োজন বিবেচনা করে সিট পরিবর্তন করব?
(২) যদি আমার সিট পরিবর্তনের পিছনে কোনোভাবে এই চিন্তা থেকে থাকে যে, কাজে প্রমাণ না করে শুধু মনে বিশ্বাস রাখলে হয়তো আল্লাহ মাফ করবে না, তাহলে এই চিন্তার জন্য কি আমি কাফের হয়ে যাব বা আজীবন কাফের থাকব?
(৩) ওয়াসওয়াসায় পড়ে/এটা করলে বা না করলে আল্লাহ ক্ষমা করবেন কিনা-- এই দোটানায় ভুগে, কেউ অতীতে জায়েজ বিষয়কে নাজায়েজ ভেবে অসংখ্য কাজ করে ফেললে (উপরের ঘটনাটির মতো) এবং পরে সেটা বুঝতে পারলে কি পুনরায় সঠিক চিন্তা করে কাজগুলো করার প্রয়োজন আছে? নাকি শুধু অন্তর থেকে ভুলটাকে ভুল ভাবলেই চলবে?
(৪) ওয়াসওয়াসাজনিত দোটানায় ভুগে, কেউ যদি জায়েজ বিষয়কে নাজায়েজ ভেবে কোনো কাজ করে ফেলে, তাহলে সে কি কাফের হয়ে যায়? অতীতে এরকম অসংখ্য কাজ করে ফেললে তার এখন কি করণীয় (যদি সবগুলো মনে না থাকে)?