ওয়া আলাইকুম আসসালাম।
জবাবঃ
স্বামী যদি তার নিজ সম্পত্তি থেকে এসব করতে চায় তাহলে এখানে স্ত্রী বাধা দিতে পারবে না।কেননা স্বামী তার সম্পত্তিতে সে স্বাধীন। এখানে কারো হস্তক্ষেপ শরীয়ত সমর্থন করবে না।
তাছাড়া নিজ পিতার ঋণ সে একাই নিস্পত্তি করে একা সওয়াবের অংশীদার হতে চাচ্ছে।এটাতো ভালো ও উত্তম কাজ।এছাড়া আপন ভাইদেরকে প্রতিষ্টিত করাও উত্তম এবং নেকির কাজ।
এখানে স্ত্রীর জন্য বাধা প্রদান করা উচিৎ হবে না।
আপন ভাইয়েরা অভাবী থাকলে তাদেরকে দেখভাল করা বিত্তশালী ভাইয়ের দায়িত্ব ও কর্তব্য।পর্যায়বেধে কখনো ফরযও হয়ে যায়।
স্ত্রীর ভরণপোষণ যদি স্বামী আদায় না করে, এক্ষেত্রে স্ত্রী তার ভরণপোষণ অাদায়ের অভিযোগ করতে পারবে।কেননা স্ত্রীর ভরণপোষণ দেওয়া স্বামীর উপর ওয়াজিব।
ভাইয়েরা বিত্তশালী হওয়ার পরও যদি ঐ ব্যক্তি নিজের সবকিছু ভাইদের দিয়ে দেয়,নিজের জন্য কিছুই অবশিষ্ট রাখে না,তাহলে এমতাবস্থায় স্ত্রী তার স্বামীকে কল্যাণের নিয়তে বোঝাতে পারবে।
আল্লাহ-ই ভালো জানেন
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.