ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোন মেয়ে কোন ছেলেকে পছন্দ করে ছেলের মামাকে মামা বলে লোকজন এর সামনে ডাকলে, বিয়ে জাতীয় কিছু হবে না।
(২)কোন ছেলে ম্যাসেজের চ্যাটে যদি বলে আমি কিন্তু বিয়ে পড়াতে পারি। আমি দোয়া দূরদ বা সূরা পড়তেসি তুমি কবুল লিখে পাঠাও। মেয়েটা কবুল লিখে পাঠায়। এভাবে বিয়ে হয় না। এ নিয়ে টেনশনের কিছু নাই।
(৩) শায়েখ একজনের সাথে বিয়ের কথা হইছিল কিন্তু বিয়ে হয় নাই। সেই ছেলে মেয়েটাকে এভাবে বলছে গার্জিয়ানে গার্জিয়ানে কি হইছে সঠিক তো আমি জানি না। যদি গার্জিয়ান গার্জিয়ান ঠিক হয় তাহলে আমি নিজেই খুলনায় যাবো
এই শব্দ দ্বারা বিয়ে হবে না।কেননা বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ইজাব কবুল শর্ত।
(৪)আপনার বর্ণনা পড়েছি, আপনার বর্ণনা মুতাবেক বৈবাহিক জীবনে কোন রকম কোন সম্যসা হবে না।
(৫)
আপনার বর্ণনা পড়েছি, আপনার বর্ণনা মুতাবেক বৈবাহিক জীবনে কোন রকম কোন সম্যসা হবে না।
(৬) ইজাব কবুল হয় নাই। মেয়েটা ছেলেটাকে বলে নাই তার মাকে বাবাকে আম্মু আব্বু বলে ডাকতে। ছেলেটা বিয়ে করলাম নিয়তে বা শ্বশুর শাশুড়ী বানানোর নিয়তে মেয়েটার বাবা মাকে আম্মু আব্বু বলে ডাকে লোকজন থাকলে শুনলে বিয়ে হবে না।