বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গুনাহ নিয়ে অহংকার বা গর্ব করলে কোনো ব্যক্তি কাফের হবে না।তবে গোনাহকে হালাল মনে করে গর্ব বা অহংকার করলে অবশ্যই ঈমান থাকবে না। যেমনঃ
(১) আমি মুভি ৪ বছর থেকে দেখে আসছি, কি মনে করো আমায়। যদি মুভি দেখাকে কেউ হালাল মনে করে,তাহলে তার ঈমান বাকী থাকবে না। নতুবা গোনাহ হলেও ঈমান বহাল থাকবে।
(২) ও হেলো, শুধু তুমার না, আমারো গার্ল্ফ্রেন্ড আছে, বিগত ৫ বছর থেকে রিলেশন করে আসছি বুজলা!
যদি প্রেম করাকে কেউ হালাল মনে করলে, তার ঈমান বাকী থাকবে না। নতুবা গোনাহ হলেও ঈমান বহাল থাকবে।
কবিরা গোনাহে লিপ্ত ব্যক্তির ইসলাম থেকে খারিজ হয় না।যেমন, আমরা ইতিপূর্বে
https://www.ifatwa.info/2260 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
কোনো নিরপরাধ মুসলমানকে হত্যা করা হারাম ও কবিরা গোনাহ।কোনো কবিরাহ গোনাহ করলে মুসলমান ঈমান থেকে খারিজ হবে না।এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এবং বিশ্বাস।অবশ্যই হত্যাকারী শাস্তিভোগ করবে।তবে যদি সে তাওবাহ করে নেয়,এবং কেসাস হিসেবে তাকেও হত্যা করে দেয়া হয়,বা সে দিয়ত আদায় করে নেয়,তাহলে হয়তো আল্লাহ তাকে ক্ষমা ও করে দেবেন।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১/৬৬৫)