ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কোন মেয়ে কোন ছেলেকে পছন্দ করে ছেলের মামাকে মামা বলে লোকজন এর সামনে ডাকলে বিয়ে হবে না।
(২)কোন ছেলে ম্যাসেজের চ্যাটে যদি বলে আমি কিন্তু বিয়ে পড়াতে পারি। আমি দোয়া দূরদ বা সূরা পড়তেসি তুমি কবুল লিখে পাঠাও। মেয়েটা কবুল লিখে পাঠায় এভাবে বিয়ে হয় না। কেননা বিয়ে শুদ্ধ হওয়ার জন্য সাক্ষী শর্ত। যেহেতু এখানে সাক্ষী উপস্থিত নেই,তাই বিয়ে শুদ্ধ হয়নি।
(৩) শায়েখ একজনের সাথে বিয়ের কথা হইছিল কিন্তু বিয়ে হয় নাই। সেই ছেলে মেয়েটাকে এভাবে বলছে গার্জিয়ানে গার্জিয়ানে কি হইছে সঠিক তো আমি জানি না। যদি গার্জিয়ান গার্জিয়ান ঠিক হয় তাহলে আমি নিজেই খুলনায় যাবো। এরকম কথায় বিয়ে হবে না।বিয়ের জন্য নির্দিষ্ট কিছু শব্দাবলী রয়েছে, যেহেতু এখানে এই শব্দাবলী পাওয়া যায়নি, তাই বিয়ে হবে না।