(১) একবার আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়। আমি আমার মাকে ফোন করে বলি আমি যদি চলে আসি তাহলে কি করবা। আম্মু বলে হ্যা চলে আসো তোমাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাবো। আমার স্বামী আমাকে তালাকের অধিকার দেয় নাই। আমার এমন কথায় কোন কি কোন তালাক হবে? আমার কোন তালাক সংক্রান্ত কথায় কি কোন তালাক হবে?
(২) আমার স্বামী তালাক সংক্রান্ত জিজ্ঞাসা একজন আলেম কে করেন। আমি একটা ঘটনা অন্য আলেম কে জিজ্ঞেস করি করি কিন্তু কোন উত্তর পাইনি। তবে আমি মনের থেকে আমার স্বামী যেই আলেম কে জিজ্ঞেস করেন তার কথাই মেনে নিছি। তিনি বলেছেন আমার সংসারে কোন সম্যসা নাই। কিন্তু তারপরও অন্য আলেম কে এমন প্রশ্ন করার দ্বারা কি কিছু হবে?
(৩) শায়েখ বিয়ের পর কিছু বিষয় নিয়ে কথা বলার সময় আমার মনে হয় আমার আম্মুকে এমন বলছি ওকে ( আমার স্বামী কে) কি ডিভোর্স দিয়ে দিবো বা ডিভোর্স দিবো এমন কিছু। তখন আমি জানতাম না আমার কাবিন নামায় কি লেখা কারণ কাজী খালি কাবিনে সিগনেচার নেয়। পরে জানতে পারি তালাকে অধিকার সম্পর্কে। তারপর একজন শায়েখ বললেন কাজী দিলে স্বামী সিগনেচার করলে নাকি তালাকের অধিকার পায় আমি শুনে অনেক ভয় পাই। কিন্তু আমার স্বামী শায়েখকের কথা মেনে নেননি। কারণ কাজী পড়ে শোনায়নি খালি কাগজে সিগনেচার নেয়। আমার স্বামীর কাছ থেকেও কাজী অনুমতি নেয় নি। প্রথমে আমার স্বামী বলছে সে আগেও একটা বিয়ে করছে এই বিষয়ে জানলেও কাজী অনুমতি নেয় নি আর সে তালাকের অধিকার দেয়ার কোন নিয়ত করে নাই দেয় ও নাই। পরে সে এক বিয়েতে গিয়ে কাবিন নামা দেখে এসে আমাকে বলছে সে কাবিন নামায় এমন অধিকারের ব্যাপারে জানতোই না। হয়তো আমি তখন তাকে এ বিষয়ে বুঝাতে পারি নাই তখন। পরে আরেকজন শায়েখ সব শুনে বললেন আমি কোন তালাকের অধিকার পাবো না। আমার প্রশ্ন হলো আমি অতীতে ডিভোর্স দিবো বা নিবো বা দিলাম বা নিলাম যাই বলে থাকি না কেন আমার মাকে এতে কি তালাক হবে? ( আমি ওয়াসওয়াসা গ্রস্ত আমার মনে হয় আমি বলছিলাম আমি কি ওকে তালাক দিবো এমন কথা। তারপর ও উত্তর দিবেন দয়া করে।
(৪) আমার স্বামীর সাথে আমার এক ননদের বিয়েতে যাওয়া নিয়ে কথা হচ্ছিল। আমি প্রথমে তাকে বলছি আমি বিয়ে তে যাবো না। পরে বলছি কেউ যদি কিছু মনে করে তাহলে বিয়ে তে যাবো এই কথায় সে হ্যা বা সম্মতি সূচক কিছু বলে নি মনে হয়। হ্যা বা হু বা সম্মতি সূচক কিছু বললে কি সংসারে কোন সম্যসা হবে?