আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
306 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by
পিতার উপর হজ্জ্ব ফরজ ছিলো, কিন্তু তিনি আদায় করার আগেই ইন্তিকাল করেন।

ছেলের উপর হজ্জ্ব ফরজ হয়নি। সে পিতার নিয়তে হজ্জ্ব এর রেজিস্ট্রেশন করতে চাচ্ছে।

এমতাবস্থায়, হজ্জ্ব এর রেজিস্ট্রেশনের পরপরই যদি  সেই ছেলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তবে কি সে আগের করা নিয়ত অর্থাৎ পিতার নিয়তেই হজ্জ্ব করতে পারবে? নাকি নিজের ফরজ হজ্জ্ব আদায় করে তার পরের বছর পিতার জন্য চেষ্টা করবে?

এক নিয়তে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তারপর অন্য নিয়তে হজ্জ্ব আদায় করা যায় কি?

1 Answer

0 votes
by (720 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ফিক্বহের গ্রন্থ স্টাডি করার পর একথা প্রতিভাত হয় যে, ‘‘যার উপর হজ্ব ফরয; কিন্তু সে তার ফরয আদায় করেনি অর্থাৎ নিজের হজ্ব সম্পাদন করেনি। এমন ব্যক্তি দিয়ে বদলী হজ্ব বা আরেকজনের পক্ষ থেকে হজ্ব করানো মাকরুহে তাহরীমী।(ফাতওয়াহে হিন্দিয়া ১/২৫৭-- রদ্দুল মুহতার ৪/২১) তাই প্রশ্নোক্ত সূরতে প্রথমে ছেলে তার ফরয হজ আদায় করার চেষ্টা করবে। পরবর্তী বছর তার মৃত বাবার হজ আদায় করবে। আর যদি তার উপর হজ ফরয না হয়ে থাকে, তাহলে তার মৃত বাবার পক্ষ থেকে  হজ করতে কোন সমস্যা নেই (আহসানুল ফাতওয়া ৪/৫১২) 

# প্রশ্নোক্ত সূরতে নিয়ত চেঞ্জ করতে সমস্যা নেই। ওয়াল্লাহু আলাম

উত্তর প্রদানে.

আরিফুল ইসলাম

ফিক্বহ ডি. আই ও এম।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 280 views
0 votes
1 answer 150 views
...