পিতার উপর হজ্জ্ব ফরজ ছিলো, কিন্তু তিনি আদায় করার আগেই ইন্তিকাল করেন।
ছেলের উপর হজ্জ্ব ফরজ হয়নি। সে পিতার নিয়তে হজ্জ্ব এর রেজিস্ট্রেশন করতে চাচ্ছে।
এমতাবস্থায়, হজ্জ্ব এর রেজিস্ট্রেশনের পরপরই যদি সেই ছেলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তবে কি সে আগের করা নিয়ত অর্থাৎ পিতার নিয়তেই হজ্জ্ব করতে পারবে? নাকি নিজের ফরজ হজ্জ্ব আদায় করে তার পরের বছর পিতার জন্য চেষ্টা করবে?
এক নিয়তে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তারপর অন্য নিয়তে হজ্জ্ব আদায় করা যায় কি?