আব্দুর রহমান নামটি মহান আল্লাহর নিকট অনেক পছন্দনীয়।
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদীসটি উল্লেখযোগ্য
تَسَمّوْا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ، وَأَحَبّ الْأَسْمَاءِ إِلَى اللهِ عَبْدُ اللهِ، وَعَبْدُ الرّحْمَنِ، وَأَصْدَقُهَا حَارِثٌ، وَهَمّامٌ، وَأَقْبَحُهَا حَرْبٌ وَمُرّةُ.
তোমরা নবীদের নামে নাম রেখো। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নাম আবদুল্লাহ ও আবদুর রহমান। সবচেয়ে সত্য নাম হারেস ও হাম্মাম আর সবচেয়ে খারাপ নাম হারব ও মুররাহ।
(সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৫২)
هَمَزَ [ن] [ض] (هَمْز)
[হামাযা] শব্দের অর্থঃ-
গুঁতা মারা.খোঁচা মারা.নিন্দা করা.গীবত করা.হাম্যা (ء) দেওয়া।
هَمَج ج أَهْمَاج
[হামাজ] শব্দের অর্থঃ-
উচ্ছৃঙ্খল জনতা.ইতর জনগোষ্ঠী.বর্বর মানুষ.
বোকা মানুষ.দুর্বল মেষ.জীবিকায় অব্যবস্থা.একপ্রকার মাছি.ডাঁশ.ক্ষুধা.অনাহার।
হামজা-এর অর্থ হল :উদার, মনোযোগী, অস্থির, স্বাভাবিক, সৃ, উপযুক্ত, বন্ধুত্বপূর্ণ, গুরুতর, ভাগ্যবান, সক্রিয়, আনন্দদায়ক।
অনেকে এর অর্থ সিংহ বলেছেন।
এটি বদরের যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের নামের অন্তর্ভুক্ত।