আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাহতুহ,
একজন মহিলাকে বলতে শুনেছি, যে আতশি তৌসফি দিয়ে রাতে ১-১.৩০টায় ঘুম থেকে উঠে যিকির করলে যদি আল্লাহ কাছে যা কিছু চাওয়া হয় তাই পাওয়া যাবে। ওই মহিলার স্বামী বিদেশ থাকে। মহিলার কাছে এক লোক এই তৌসফিটি চেয়েছে। এই তৌসফি দিয়েই বলে আমল করতে হয়। এতে বলে অনেক ফয়দা হবে। লোকটি মহিলাকে বলেছিল এই আতশি তৌসফি দিয়ে আমল করতে। মহিলাটি বলেছেন, আমি ক্ষুদ্র মানুষ এই তৌসফির ভার বহন করার মতো আমার সামর্থ্য নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে -
১. আতশি তৌসফির এমন আমল এর কথা কুরআন ও হাদিস এ আসে কি?
২. আর যদি কুরআন ও হাদিসে এমন কোন আমল না থাকে তাহলে তা বিশ্বাস করা ও আমল করা জায়েজ হবে কি? এটি বিদআত না শিরক এর পর্যায়ে পরবে।
৩. যদি এটি বিদআত বা শিরক হয় তবে মহিলাটি যদি তৌসফিটি এনে দেন তাহলে কি তিনি কি গুনাহগার হবেন।