আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
266 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
edited by
কোনো স্ত্রী যদি স্বামীকে তালাক দেওয়ার জন্য কাগজ তৈরী  করে এবং  তার মনে পরে কাগজে  লিখা ছিলো স্বামীকে ১ ২ ৩ তালাক দিলাম এবং নিজের ওপর তালাকে তাফভিজ নিলাম। কাগজটি  মহিলা হারিয়ে ফেলেছে। এই কাগজে খোলা  তালাকের বিষয়টি লিখা ছিলো কিনা মহিলার মনে নাই।তালাকের কাগজ কখনোই আগের স্বামীর কাছে পৌঁছানো হয় নাই
১। খোলা তালাকের ক্ষেত্রে কি মহিলা খোলা  তালাক নামা তৈরী  করলেই তালাক হয়ে যায়?

২। খোলা তালাকের ক্ষেত্রে কি স্বামীকে জানানো আবশ্যক? মানে স্বামী জানাতে হবে যে মহিলা খোলা তালাক দিসে স্বামীকে??স্বামীর কাছে  খোলা তালাকের কাগজ না পৌঁছালে কি খোলা তালাক হবেনা??

৩। খোলা তালাক কি মহিলা দিবে নাকি মহিলা স্বামীর সাথেই আলোচনা করবে যে আমি তোমাকে এটা দিবো এই বিনিময়ে তুমি আমাকে তালাক দিয়ে দাও তারপর স্বামী রাজি হয়ে স্বামী তালাক দিবে স্ত্রীকে??

৪। খোলা করার ক্ষেত্রে কি স্বামীর খোলার কাগজে স্বাক্ষর দুটি হবে বা মৌখিক ভাবে বলতে হবে আমি স্ত্রীকে তালাক দিলাম নাকি মহিলা নিজের ওপর তালাক নিলাম এই মর্মে কাগজ তৈরী করলেই হবে??

৫। যেহেতু উক্ত মহিকার কাছে আগের তালাকের কাগজ নাই আর সেখানে খোলার কথা লিখা ছিলো কিনা সেটাও মনে নাই কাগজ আগের স্বামীর কাছে  দেওয়াও হয় নাই তাই স্বামী স্বাক্ষর ও করে নাই সেই ক্ষেত্রে কি খোলা হয়ে যাবে?? মহিলা কি করবে??মহিলা স্বামীর থেকে মৌখিক  ভাবে তালাকের অধিকের পাইসিলো।

৬। কে যদি রাগ করে বলে আল্লাহর আমার দুয়া শুনেনা আমি দুয়া করবোনা আর তাহলে কি সে কাফির?

৭। শাশুড়ি ছেলের বউয়ের মাধ্যমে কি হুরমতে  মুসারাট হয়?

৮। কোনো মহিলা  যদি তার নাবালেগ ছেলেকে কামভাব নিয়ে সহবাসে ইচ্ছা নিয়ে স্পর্শ করে কিংবা লজ্জাস্থানের দিকে দৃষ্টি দেয় তাহলে কি হুরমতে  মুসারাত হয়ে যায়?

৯।তালাকের অধিকার প্রাপ্তা নারী যদি শাশুড়ির সাথেই গল্প করার সময় বলে যে বাবা মানে আমার শশুর মারা যাওয়ার পরে আপনার ছবি দিসিলো আপনার ছেলে আপনার চাপা গাল ভেঙে গেছে মুখে দাগ পরে গেছে । তখন তো আপনাকে আন্টি ডাকতাম তো আমি আপনার ছেলেকে জিজ্ঞেস করসি যে আন্টির এই অবস্থা কেনো( আন্টি ডাকার আগে আমার মনে আসছে যে যদি এখন  আমার নিজের ওপর তালাক কথাটা চলে আসে আবার ভাবসি যে আন্টি ডাকলে তো তালাক হয়না )))?? আন্টি কথাটা বলার সময় আমার মাথায় আসছে আমার নিজের ওপর তালাক।এভাবে কি তালাক হয়ে গেছে??

১০। শাশুড়ি কে আন্টি ডাকলে মনের মধ্যে যদি আসে আমার নিজের ওপর তালাক তাহলেকি  তালাক হয়ে যায়?? শাশুড়িকে  আন্টি ডাকা কি কেনায়া বাক্য???

১১। কেউ শাশুড়িকে আন্টি ডাকার সময় ইচ্ছাকৃত যদি নিজের ওপর মনে মনে এভাবে তালাক নেয় যে আমার নিজের ওপর তালাক তাহলে কি তালাক হয়ে যায়??

1 Answer

0 votes
by (573,870 points)
edited by
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم


https://ifatwa.info/25088/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ-
স্বামীর পক্ষ থেকে যে তালাক দেয়া হয় সেটাকে তালাক বলা হয়।

আর স্ত্রীর পক্ষ থেকে কাযী সাহেব বা উনার স্থলাভিষিক্ত কারো নিকট তালাক চাওয়ার ভিত্তিতে মালের বিনিময়ে যে বিবাহ বিচ্ছেদ করা হয়, তাকে খোলা বলে।
,
খোলা তালাক দ্বারা বায়েন তালাক পতিত হয়। 
যদি এক তালাকের উপর খোলা হয়ে থাকে,তাহলে এক তালাকে বায়েন পতিত হবে।
যদি কোনো সংখ্যা লেখা না থাকে, তাহলেও এক তালাকে বায়েন পতিত হবে।
,
যদি তিন তালাকের উপর খোলা করে থাকে, তাহলে তিন তালাক পতিত হবে।
,
খোলা হচ্ছে: কোন কিছুর বিনিময়ে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এক্ষেত্রে স্বামী সে বিনিময়টি গ্রহণ করে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিবে; এ বিনিময়টি স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত মোহরানা হোক কিংবা এর চেয়ে বেশি সম্পদ হোক কিংবা এর চেয়ে কম হোক।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
খোলা তালাক দ্বারা বায়েন তালাক পতিত হয়।
সেক্ষেত্রে ইদ্দত তিন হায়েজ অতিক্রম করা হবে।
এক হায়েজ নয়।    

عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَعَلَ الْخُلْعَ تَطْلِيقَةً بَائِنَةً»

হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ খোলাকে এক তালাকে বাইন সাব্যস্ত করেছেন। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪০২৫, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-১৮৪৪৮, মুজামে আবী ইয়ালা, হাদীস নং-২৩০, আসসুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৪৮৬৫}

খোলা তালাক  সংক্রান্ত জানুনঃ

,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
খোলা তালাকের ক্ষেত্রে মহিলা খোলা তালাক নামা তৈরী করলেই তালাক হয়ে যায়না।

(০২)
খোলা তালাকও তো স্বামীই দিবে,স্বামী তালাক না দিলে কাজী সাহেব তথা বিচারক সাহেব বিচ্ছেদ করাবেন।
,
সুতরাং খোলা তালাকের ক্ষেত্রে স্বামীকে জানানো আবশ্যক।স্বামীর কাছে  খোলা তালাকের কাগজ না পৌঁছালে ও স্বামী মৌখিক বা লিখিত ভাবে তালাক না দিলে খোলা তালাক হবেনা।

(০৩)
মহিলা স্বামীর সাথেই আলোচনা করবে যে আমি তোমাকে এটা দিবো এই বিনিময়ে তুমি আমাকে তালাক দিয়ে দাও তারপর স্বামী রাজি হয়ে স্বামী তালাক দিবে স্ত্রীকে।
এটিই খোলা তালাক। 

(০৪)
স্বামী মৌখিক বা লিখিত ভাবে তালাক না দিলে খোলা তালাক হবেনা।

(০৫)
এক্ষেত্রে তালাকটি যদি খোলা তালাক হয়,তাহলে তালাক হবেনা।

কিন্তু ঐ তালাক নামায় তালাকের তাফবিজের ভিত্তিতে নিজেকে তালাক তথা নিজের নফসের উপর তালাক গ্রহন সংক্রান্ত লেখা থাকলে তালাক হয়ে যাবে।

(০৬)
না,এতে সে কাফের হয়ে যায়নি।

(০৭)
তারা তো উভয়েই মেয়ে মেয়ে।
এক্ষেত্রে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবেনা। 

(০৮)
ছেলের বয়স ১২ বছরের কম হলে হুরমতে মুসাহারাত প্রমানিত হবেনা।

(০৯)
এভাবে তালাক হয়ে যায়নি।

(১০)
এতে তালাক হয়ে যায়না।

শাশুড়িকে আন্টি ডাকা কেনায়া বাক্য নয়।

(১১)
এতে তালাক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...